কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই : প্রিন্স

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কেউ যদি মনে করেন, ফুঁ দিলেই বিএনপি উড়ে যাবে, বোকার স্বর্গে বাস করছেন তারা। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসে নাই।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাসিগাঁও হাইস্কুল মাঠে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের প্রয়োজনে দমনপীড়ন মোকাবিলা করে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে বিএনপি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। আওয়ামী লীগের মতো এখন কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মনে হয় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার তাদের ফ্যাশনে পরিণত হয়েছে।

এ ছাড়া তিনি বলেন, জনগণ মনে করছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের উদ্যোগ, সংস্কার ও নির্বাচন প্রলম্বিত করা, নন ইস্যুকে ইস্যু বানিয়ে অহেতুক অস্থিরতা, বিভেদ ও অনৈক্য সৃষ্টি করা একই সূত্রে গাঁথা। এসব করে ষড়যন্ত্রকারী, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী, আধিপত্যবাদী শক্তি লাভবান হবে।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই, যারাই ষড়যন্ত্র করেছে তারাই জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে আস্তাকুঁড়ে চলে গেছে। বিএনপি জনগণের দল, বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক ভেতরে, জনগণের হৃদয়ের মনিকোঠায়।

তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমানের অগ্রযাত্রা রোধ করতে পারবে না এবং ষড়যন্ত্রও সফল হবে না। তিনি জনগণের প্রতি দেশের রাজনৈতিক গতি প্রকৃতির প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাত করার যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দাঁড়াবে।

তিনি আরও বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে জনকল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার, বীজ, কীটনাশক, তেলে ভর্তুকী প্রদান, সকলের জন্য স্বাস্থ্য কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসা, ঔষধ, শস্যবীমা, পশু বিমা, মৎস্য বিমা, পোলট্রি বিমা চালু, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা, পল্লী রেশনিং ব্যাবস্থা চালু করা হবে। গরিব এবং প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকের কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে।

স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন খান তালুকদার খোকন, ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলার মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর কৃষক দলের আহ্বায়ক মঈনউদ্দীন বাবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন।

এ অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলার বিলডোরা, শাকুয়াই, স্বদেশী ও আমতৈল ইউনিয়নের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি চলছে

ঢাবির মুহসীন হলে পলেস্তারা খসে পড়ে ঘুমন্ত শিক্ষার্থী আহত

ঢাকার তোপখানা রোডের আগুন নিয়ন্ত্রণে

চীনে শক্তিশালী ভূমিকম্পে বহু মৃত্যুর শঙ্কা, ৩২ মরদেহ উদ্ধার

কানাডা দখলের ফের খায়েশ জানালেন ট্রাম্প

ভারতের দখলে থাকা কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি

ঢাকার তোপখানা রোডে ভয়াবহ আগুন

ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’

ইতালিতে কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের কর্মিসভা

দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীতের তীব্রতা

১০

দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি

১১

৩ ইহুদিকে গুলি করে হত্যা

১২

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি

১৩

ফল প্রকাশের ৭ দিন পর সনদ পাবেন রাবি শিক্ষার্থীরা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

দেশে ফের ভূমিকম্প অনুভূত

১৯

১০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক

২০
X