বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এসএ খালেক গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন যাবত জটিল নানা রোগে আক্রান্ত।
গত ১ জানুয়ারি ইউনাইটেড হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয় তাকে। শনিবার রাতে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে।
রোববার (০৫ জানুয়ারি) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম।
এসএ খালেকের পরিবার ও দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মন্তব্য করুন