বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মসূচি নিয়ে উঠান বৈঠক শুরু হয়েছে। গত ২৮ ডিসেম্বর নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
ওইদিন ইউনিয়নের ২নং ওয়ার্ডের রমজান সারেং এর বাড়িতে এ উঠান বৈঠক হয়। এটি বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের নির্বাচনী এলাকা। তিনি নোয়াখালী-৫ আসনে বিএনপির সাংগঠনিক সমন্বয়ক।
গত আট দিনে কোম্পানিগঞ্জ উপজেলায় ২৩টি উঠান বৈঠক করেন আবেদ। আগমাীকাল রোববার (০৫ জানুয়ারি) থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কবিরহাট উপজেলায় ১৯টি স্থানে উঠান বৈঠক হবে।
এসব বৈঠকে দেশ গঠনে বিএনপির আগামী দিনের কর্মসূচি এবং দলের নেতৃত্বে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার একটি চিত্র তুলে ধরা হচ্ছে।
বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একেবারেই প্রান্তিক জনগণকে বিএনপির কর্মসূচি সম্পর্কে অবহিত ও জনমত গঠনের লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে।
তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের বাড়ির উঠানে গিয়ে এই বৈঠক করা হচ্ছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক নারীও অংশ নিচ্ছেন।
জনসম্পৃক্তি কর্মসূচির বাইরে নোয়াখালী-৫ আসনে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণও করেন তিনি।
সপ্তাহব্যাপী কর্মসূচিতে অন্তত ৩০টি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে স্থানীয় নেতারা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের নির্দেশে এই সাংগঠকি কার্যক্র শুরু হয়েছে। সারা দেশে উঠান বৈঠকের কার্যক্রম অন্যান্য নির্বাচনী এলাকায় শুরু হবে।
মন্তব্য করুন