মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আব্দুর রহিম রিপনকে সদস্য সচিব (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (সংশোধনী) এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়াও সুনীল কুমার, শ্যামলী সূত্রধর ও মজিবুর রহমান মজনুকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অ্যাডভোকেট আব্দুল হককে সদস্য পদে মনোনয়নসহ স্বাক্ষর ক্ষমতা প্রদান করা হয়েছে এবং আবুল মনসুর মোহাম্মদ শওকত, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, জয়নুল জাকেরিন, অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন ও অশোক তালুকদারকে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
মন্তব্য করুন