ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর বারিধারাস্থ ভারতীয় হাই কমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক জানাতে ঢাকায় ভারতীয় হাই কমিশনে এই শোক বই খোলা হয়েছে।
শোক বইয়ে নুরুল হক নুর লেখেন, দুই দেশের মধ্যে বন্ধুত্ব স্থাপনে এবং সম্পর্কোন্নয়নে মনমোহন সিংহের একটি পজিটিভ ভূমিকা ছিল। ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশটির জনগণের প্রতি আমাদেরও সমবেদনা রয়েছে। ভারত, বাংলাদেশের একটি বড় প্রতিবেশী রাষ্ট্র। আমরা চাই যে, দুই দেশের জনগণের চাওয়া-পাওয়া এবং ন্যায্যতার ভিত্তিতে আগামীর সম্পর্ক এগিয়ে যাবে।
মন্তব্য করুন