কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছর উপলক্ষে চরমোনাই পীরের শুভেচ্ছা বার্তা 

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, আল্লাহ তায়ালা বলেন, ‘আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি’ (আল ইমরান ১৪০)। সময়ের আবর্তনে ধনী গরিব হয়, গরিব ধনী হয়। ২০২৪ সালে মহান আল্লাহর এই আয়াতের বাস্তব দৃষ্টান্ত আমরা দেখেছি। যে দুর্দান্ত প্রতাপশালী স্বৈরাচার বিগত ১৫ বছরের সব আন্দোলনকে প্রতিহত করে জুলুমশাহী অক্ষত রেখেছিল, সে ২০২৪ সালে মাত্র দেড় মাসের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে অক্ষয় ও অমর হয়ে থাকবে। এই জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের প্রেক্ষিতে ২০২৪ সাল উজ্জ্বল আলোকবর্তিকা হলেও বিশ্বের প্রেক্ষিতে তা কলঙ্কময় সময় হিসেবে বিবেচিত হবে। পুরোটা বছরজুড়ে ইসরায়েলি হায়েনারা যেভাবে গণহত্যা চালিয়েছে তার নজির ইতিহাসে নেই। শতকোটি মানুষের চোখের সামনে ঘটিত এই নারকীয় গণহত্যার জন্য ২০২৪ সাল ইতিহাসে বারবার আলোচিত হবে। যদিও সিরিয়ার মানুষের মুক্তি একটি ইতিবাচক দিক হয়ে থাকবে। সব মিলিয়ে ২০২৪ একটি স্মরণীয় বছর হয়েই থাকবে।

পীর সাহেব বলেন, ২০২৫-এর প্রথম দিন সময় গণনায় নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। এই বিশেষ মুহূর্তে দেশবাসীর জন্য শুভ ও কল্যাণের প্রার্থনা করছি এবং তাদের জন্য শুভ ইচ্ছা প্রকাশ করছি। দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তার যথার্থ ব্যবহার যেন আমরা করতে পারি তা কামনা করছি। আসলে সুযোগ বারবার আসে না। সময় সর্বদা পক্ষে থাকে না। এখন সময় জনতার পক্ষে। রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্ত আইন ও রীতির ওপরে প্রতিষ্ঠা, রাজনৈতিক বন্দোবস্ত বিচার-বিশ্লেষণ করে নতুন ও শুদ্ধ বন্দোবস্ত কায়েম করা এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবে নষ্ট না হয়, কেউ যেন তা নষ্ট করতে না পারে সেজন্য জনতাকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সময় গণনার এই নতুন অধ্যায়ের শুরুতে সবার প্রতি আহ্বান করব যে, আসুন, নিজে নিজেকে বিচার করি। নিজের ভুল-ভ্রান্তি নিয়ে তওবা করি এবং আগামী দিনগুলো যেন মহান আল্লাহর নির্দেশিত পথে কাটাতে পারি সে প্রতিজ্ঞা করি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নতুন বছরের শুরুতে আনন্দ উদ্‌যাপনের নামে পশ্চিমা অপসংস্কৃতির কিছু চর্চা দেখা যায়। এটা থেকে বিরত থাকার আহ্বান করছি। কারণ আমাদের নিজেদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে, যা ইসলাম বিধৌত ও সুন্দর-শালীন। সেখানে পশ্চিমা উগ্র, উচ্ছৃঙ্খল সংস্কৃতি চর্চা করা আমাদের জন্য শোভনীয় না। সব পঙ্কিলতা দূর হয়ে শুভ্র-সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের কাল হয়ে উঠুক ২০২৫ এ প্রত্যাশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির নতুন সিদ্ধান্ত

শেখ হাসিনার ওপর ক্ষোভ ঝাড়লেন তসলিমা নাসরিন

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁশের খুঁটি সরিয়ে বৈদ্যুতিক খুঁটি স্থাপন

রোহিত শর্মাকে টেস্ট থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই

মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর, সেক্রেটারি  শাকিল

প্রতি বছরই সম্মেলন করেছে ছাত্রশিবির : জাহিদুল ইসলাম

এ সরকারকে পুরো জাতি সমর্থন করে : ব্যারিস্টার খোকন

‘তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না’

বিপিএলে বড় জয়ে পয়েন্টের খাতা খুললো চিটাগাং

কয়েক দফা ভর্তি শেষেও শাবিপ্রবিতে আসন ফাঁকা

১০

ইউল্যাব ক্যাম্পাসে আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান

১১

শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কথা উঠে এলো পাঠ্যবইয়ে

১২

শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

১৩

সংসারের হাল ধরা হোসাইনকে কেড়ে নিল ওরা

১৪

সিডনিতে বোলান্ডের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়ার দাপট

১৫

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলটিমেটাম

১৬

শৈতপ্রবাহে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন

১৭

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

রাবির আইসিটি সেন্টারের পরিচালকের পদত্যাগের ঘোষণা

১৯

ঢাবি প্রশাসনের সঙ্গে সাদা দলের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

২০
X