ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনে দলের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, ভোটের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছি। অনেকে বলেন, আমরা কি শুধু ভোটের জন্য আন্দোলন করেছি? অনেক দাবি আছে, তার মধ্যে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন ছিল সবচেয়ে বড় দাবি। তাই সরকারকে বলব, সময়ক্ষেপণ না করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে অবিলম্বে নির্বাচন দিন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনীর পরশুরামে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরশুরাম উপজেলার ০৩নং চিথলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ধনীকুন্ডা বাজারে এই অনুষ্ঠান হয়।
রফিকুল আলম মজনু বলেন, আমরা দুর্দিনে-সুদিনে সব সময় আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। বিএনপি জনগণের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি।
তিনি বলেন, ১৬টি বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আমাদের, আমাদের নেতাকর্মীদের বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষ নিহত হয়েছে। যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই ফ্যাসিবাদের দোসররা ঘুরেফিরে একই জায়গায় রয়েছে। তাহলে কীভাবে সংস্কার কার্যক্রম সম্ভব?
মজনু বলেন, আমাদের যে অর্জন সেটা যাতে বৃথা না যায়, সেজন্য আমাদের সবাইকে সজাগ-সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের প্রত্যাশা, একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সবাই একসঙ্গে কাজ করব।
তিনি আরও বলেন, বিএনপি দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে সারা দেশে দখলের মহোৎসব ছিল।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো কিছু দখল, চাঁদাবাজির ঘটনা যদি আমরা জানতে পারি, তার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
৩নং চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সি নজরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার শেখ আহাম্মদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহীম খলিল মনি প্রমুখ।
মন্তব্য করুন