কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প নেই : দুদু

গণতন্ত্র উত্তরণে নির্বাচনের বিকল্প নেই : দুদু
বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়।

সোমবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে দুদু এ সব কথা বলেন। ‘গণহত্যাকারী খুনি’ হাসিনা ও তার দোসরদের দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে এ সমাবেশ হয়।

শামসুজ্জামান দুদু বলেন, কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে- এটাতে আমাদের আপত্তি নেই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায়, সে ক্ষেত্রে আমাদের আপত্তি আছে।

বিএনপিই দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, দেশে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে, দেশকে রক্ষা করতে হলে আমাদের আরও সতর্ক হতে হবে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বাজারের অবস্থা ভালো না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয়- দেশে যেন কোনো সরকার নেই। দেশ এক অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে, সেজন্য সরকারকে শক্ত হতে হবে। এসব নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনলে বিএনপিই পারবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। বিএনপি পারে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে। বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে। বিএনপি জানে, কীভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয়। সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেখতে পাবেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটা পরিবারের একজন মানুষও ভালো না। সেটা হলো শেখ মুজিবুর রহমানের পরিবার। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাবস্থায় তার ছেলে সারা দেশে ব্যাংক ডাকাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি (মুজিবুর রহমান) ক্ষমতায় থাকাবস্থায় বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছিলেন। দুর্ভিক্ষ লাগিয়ে লাখ লাখ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। রক্ষীবাহিনী তৈরি করে তিন বছরে বিরোধী দলের চল্লিশ হাজারের ওপরে নেতাকর্মীকে হত্যা করেছিলেন।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের দুটি কন্যা বেঁচে গিয়েছিল। তাদের আবার দুটি করে সন্তান, তারা বিদেশে থাকে। এখন শেখ হাসিনাও বিদেশে থাকে। এই পরিবার বাঙালির মান-ইজ্জত, দেশের মান-ইজ্জত, মুক্তিযুদ্ধের মান-ইজ্জত সব ধ্বংস করেছে। এমন একটা সেক্টর নেই সেখান থেকে তারা টাকা চুরি করেনি। এই পরিবার বাংলাদেশকে বিনাশের দিকে নিয়ে গেছে। এরকম চোর পরিবার বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।

ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই পরিবারকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, তার পরিবারের যারা দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। শেখ রেহেনার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যে পার্লামেন্ট সদস্য হওয়ার পরে কত উৎসব আয়োজন। এখন দেখা যায় এ চোরদের মধ্যে সে-ও আছে।

সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কৃষক দল নেতা এসকে সাদী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইল বস্তিতে আগুন / ১২২ পরিবারকে আর্থিক সহায়তা দিল ডিএনসিসি

নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ

নিলয়ের ‘টাইসন’র অভিনয় দেখে মুগ্ধ দর্শক

ওয়ালটন হেডকোয়াটার্সে নতুন মডেলের ডুয়াল ব্যান্ড রাউটার উদ্বোধন

তাসকিনের রেকর্ডের পর বড় জয় পেল রাজশাহী

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে কানাডীয় দৃষ্টিভঙ্গি একীভূতকরণ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

৬৫ পণ্যে ভ্যাট বাড়ানো হচ্ছে

বরিশালে তারেক রহমানের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ

৪৩তম বিসিএস / পুনর্বিবেচনার সুযোগ পাচ্ছেন ২৬৭ প্রার্থী

১০

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, নিহত বেড়ে ১৫

১১

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জড়োসড়ো সিরাজগঞ্জ

১২

ফার্মাশিয়া লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

ঢাবি সিন্ডিকেট সভায় আমন্ত্রণ পেলেন ৩ আওয়ামীপন্থি

১৪

জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির

১৫

পিএসসিতে নতুন ৬ সদস্য নিয়োগ

১৬

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদের বিরুদ্ধে দুদকে মামলা

১৭

মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

১৮

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অঞ্জনা

১৯

বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে

২০
X