কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল সভাপতি রাকিব ও সাবেক শিবির নেতা গালিব ব্যাচমেট নন : রিউমর স্ক্যানার

রিউমর স্ক্যানারের তথ্য যাচাই। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের তথ্য যাচাই। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ঢাবি শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব মাস্টার্স ও পিএইচডি করে শিক্ষকতা করছে। আর তারই ব্যাচমেট ছাত্রদল সভাপতি রাকিব নিজেকে শিক্ষার্থী দাবি করে’ শীর্ষক একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি ভিন্ন বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি বলছে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মির্জা গালিব একে অপরের ব্যাচমেট ছিলেন না। প্রকৃতপক্ষে ছাত্রদল নেতা রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি হয়েছিলেন। অপরদিকে মির্জা গালিব ২০০৫ সালে স্নাতক এবং ২০০৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

রিউমর স্ক্যানার জানায়, এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম প্রথম আলোতে “‘বিবাহিত’ বলে ফেসবুকে প্রচারণা, ছাত্রদলের সভাপতি রাকিবুলের জিডি” শীর্ষক শিরোনামে চলতি বছরের গত ২৭ সেপ্টেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র রাকিবুল গত ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান।’

এ ছাড়া, ‘ছাত্রদলের নতুন সভাপতি কে এই রাকিব’ শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরে চলতি বছরের গত ০৫ মার্চে প্রকাশিত আরেকটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, রাকিব ময়মনসিংহের মুক্তাগাছার নবারুণ বিদ্যানিকেতন স্কুল থেকে ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক (এসএসসি) এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন। এরপর ২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে স্নাতকে ভর্তি হন তিনি।

সংস্থাটি বলছে, পাশাপাশি রাকিবের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে লক্ষ্য করা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পড়াশোনা করেছিলেন বলে উল্লেখ করেছেন।

অপরদিকে মির্জা গালিবের কর্মস্থল হাওয়ার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে মির্জা গালিবের প্রোফাইল পর্যবেক্ষণ করলে জানা যায়, মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রযুক্তি বিভাগে ২০০৫ সালে স্নাতক সম্পন্ন করে একই বিভাগে ২০০৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। ২০১৪ সালে তিনি রসায়ন বিভাগে ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে পিএইচডিও সম্পন্ন করেছিলেন। একই তথ্য হাওয়ার্ড ইউনিভার্সিটিতে মির্জা গালিবের প্রোফাইলে সংযুক্ত গালিবের সিভি থেকেও জানা যায়।

অর্থাৎ ছাত্রদল নেতা রাকিব যে সময়ে নিজের উচ্চমাধ্যমিক পর্যায় পাশ করেছেন, তার কাছাকাছি সময়েই মির্জা গালিব নিজের স্নাতক পর্যায় সম্পন্ন করেছেন।

সুতরাং, ছাত্রদল সভাপতি রাকিব ও সাবেক শিবির নেতা গালিব একে অপরের ব্যাচমেট ছিলেন শীর্ষক দাবিটি মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদপন্থি নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে গণঅনশন

টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৬, চালক গ্রেপ্তার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

বরিশাল-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

ইঞ্জি. এনামুল হক জাগপার যুগ্ম সম্পাদক মনোনীত

৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

ইসরায়েলি হামলায় বন্ধ উত্তর গাজার শেষ হাসপাতালটিও

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন

১০

‘মানুষের ধারণা সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে’

১১

ফ্রিজের মাংসে রক্ত মিশিয়ে বিক্রি

১২

দখলকারীরা যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে : রিজওয়ানা হাসান

১৩

চোরাই অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার ২ 

১৪

পাশের বাড়িতে আগুন লাগলে নিজের রক্ষা হবে না : মির্জা আব্বাস

১৫

ফায়ার সার্ভিসকে দেওয়া হলো আগুনের ভুল তথ্য, অতঃপর...

১৬

‘মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো জালে পড়বেন না’

১৭

‘গত ১৫ বছর মুসলমান মারলে তার বিচার হতো না’

১৮

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ২৬৭৮ মামলা

১৯

ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল শুরু

২০
X