নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে : আমিনুল হক

বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন আমিনুল হক। ছবি : কালবেলা

জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমা মিরপুর ১২ নম্বর পল্লবীর ‘ধ’ ব্লকের সুলতান মোল্লা স্কুলে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পল্লবী থানাধীন সাংগঠনিক ৯১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মেহমানদারির আয়োজন করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে আমিনুল হক বলেন, আমরাও সংস্কারের পক্ষে। তবে সংস্কারটি করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। কিন্তু সরকারের অনেকেই দায়িত্বশীল জায়গায় থেকে সংস্কারের কথা বলে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়গুলো বাংলাদেশের জনগণ কখনোই ভালোভাবে নেবে না।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষের ভাষা বুঝে, তাদের চিন্তাভাবনা বুঝে, এ দেশের জনগণ কি চায়! সেটাকে আপনারা অনুধাবন করেন। বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার-নাগরিক অধিকার রয়েছে, এ অধিকার এদেশের জনগণ প্রতিষ্ঠিত করতে চায়।

আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণ গত ১৭ বছর ধরে তাদের গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষকে স্বৈরাচারী সরকারের ভয়াবহ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হয়েছে, বহু মানুষকে গুম খুন ও হত্যার স্বীকার হতে হয়েছে।

অনেক মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন এবং গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বহু ভাইদের প্রাণের বিনিময় ও রক্ত ঝরিয়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা এ দেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবীন খান, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অ্যাড. লিটন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম, পল্লবী থানা বিএনপি নেতা নূরুল মুক্তাদির দিদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবুল, যুবদল নেতা রাজিব হোসেন পিন্টুসহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি মিরপুর ১২ নম্বর বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে সন্ধ্যায় এক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টম শ্রেণি পাসে ৩০ হাজার টাকা বেতনে সরকারি চাকরি, নেবে ১১৫ জন

নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে

ভারতে সীমান্ত সম্মেলন নিয়ে যা বলছে বিজিবি

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে উপ-প্রেস সচিবের স্ট্যাটাস

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় কর্মকর্তার

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

বায়ুদূষণে শীর্ষে কায়রো, ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’

মোজাম্বিকে দূতাবাস করার দাবি বাংলাদেশি কমিউনিটির

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত

বন্ধুকে কল করার দিন আজ 

১০

দেশের মানুষ ভারতের আধিপত্যবাদ রুখে দেবে : আজহারী

১১

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

রোদের ঝলকানিতেও তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ

১৩

সাত মাসে হাফেজ হলেন ১০ বছরের সিয়াম

১৪

ইতিহাসের এই দিনে যত স্মরণীয় ঘটনা

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৬

অডিটোরিয়ামের ভেতরে পড়ে ছিল মরদেহ

১৭

১৭ বছর পর ফেরা, পরিবারে আনন্দের বন্যা

১৮

আপত্তিকর অবস্থায় আটক দুই কৃষি কর্মকর্তা

১৯

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় কুষ্টিয়ার দৃষ্টান্ত স্থাপন

২০
X