বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বান্দরবান জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী কৃষকদল বান্দরবান জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন এবং সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ভুঁইয়াকে করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ওই কমিটি অনুমোদন করেছেন।
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহউপজাতিবিষয়ক সম্পাদক বিশ্বজিৎ তঞ্চঙ্গাকে অব্যাহতি দিয়ে কৃষকদল বান্দরবান জেলা শাখার বিলুপ্তকৃত কমিটির সভাপতি মং থুই সিং মারমা (অংজু)-কে কেন্দ্রীয় সংসদের সহউপজাতিবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
মন্তব্য করুন