প্রায় দেড় দশক পর দেশে ফিরে বাবা-মায়ের কবরের পাশে ছুটে গিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক। হাজারও দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীকে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদায় নিজ বাড়িতে পা রাখেন বিএনপির এ নেতা।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু মা, বাবা, নানী, দাদাসহ নিকটাত্মীয়ের বেশিরভাগকেই গত প্রায় ১৫ বছরে হারিয়েছেন তিনি। প্রতিটি মৃত্যুর খবরে দেশে না আসতে পারার কষ্ট তাকে প্রতিনিয়ত তাড়া করেছে। তাই বাড়িতে গিয়েই ছুটে যান বাবা মায়ের কবরের কাছে। দীর্ঘ বছর পর তাকে কাছে পেয়ে আপ্লুত এলাকাবাসীও। নিজ বাড়িতে দলীয় নেতা কর্মী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন পারভেজ মল্লিক।
জানা গেছে, পারভেজ মল্লিক রাজনৈতিক প্রতিহিংসা, মামলা ও বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে ২০১০ সালের ২৩ জুন দেশ ছেড়ে লন্ডন পাড়ি জমান। প্রবাসে থেকেও বিগত বছরগুলোতে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক।
প্রবাসে জনমত গঠন ছাড়াও বাংলাদেশে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং তার নিজ এলাকা খুলনায় আলোচনায় ছিলেন তিনি। তবে পারভেজ মল্লিকের বেশি নাম শোনা যায় করোনা মহামারীর সময়। নিজের এলাকা ও খুলনায় আর্থিক সাহায্য ও সুরক্ষা সামগ্রী নিয়ে প্রায় আলোচনায় আসতেন তিনি।
এ সময় ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত, সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন রাহাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সাবেক সদস্য তানজীনুল হাসান, বিএনপির নেতা খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, লালিম শেখ, মান্নু শেখ, গোলজার আলম, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম, তফছির শেখ, এনামুল শেখ, এমদাদুল ইসলাম টনি, বাহার মোল্যা, জিয়ার কাজী, পারভেজ মোল্যা, নজরুল মোল্যা, সোহেল তাজ, বাবু চৌধুরী, ফারুক মেম্বর সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, স্থানীয় বিএনপির নেতাকর্মী, আত্মীয় স্বজন ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পারভেজ মল্লিকের বাবা সাবেক নৌ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মারা যান ২০২১ সালের ১৭ এপ্রিল। আর মা নুরজাহান বেগমের মৃত্যু হয় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি।
মন্তব্য করুন