কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক। ছবি : সংগৃহীত
বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক। ছবি : সংগৃহীত

সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে এমন মন্তব্য করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের ৪ মাসের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা হয়।

রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ প্রকাশ করবে। কিন্তু এখনো পর্যন্ত সরকার দলগুলোকে ধোঁয়াশার মধ্যে রাখায় সন্দেহ সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে উপদেষ্টাদের নানামুখী বক্তব্য, পেছন থেকে নতুন দল গঠনের সহযোগিতা, সেই দলের আবার আওয়ামী লীগের কাউন্সিলরদের সহযোগিতা চাওয়া এবং সরকারের সব সেক্টরে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসন করা, আওয়ামী তালিকার ডিসি-এসপি নিয়োগ, আওয়ামী হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার না করা, শেখ পরিবারকে ধরাছোঁয়ার বাইরে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধি ইত্যাদি মানুষকে হতাশ করেছে।

তিনি বলেন, গণহত্যার বিচার যদি সরকার করবে, তাহলে কেন আওয়ামী লীগ ধরতে অভিযান না চালিয়ে বরং পালিয়ে যেতে সহায়তা করল? ওবায়দুল কাদের কীভাবে পালাল, তার কোনো তদন্ত হবে? আপনি একদিকে তাদের ধরবেন না, আবার গণহত্যার বিচারের গান শুনাবেন! এভাবে রাষ্ট্র সংস্কার হয় না। সাহস থাকলে আগে আ.লীগকে ধরুন, তাদের নিষিদ্ধ করুন। কিন্তু আপনারা সেসব না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দলগঠনেই বেশি সময় দিচ্ছেন। এখনো কেন শহীদের তালিকা হলো না, পরিবারগুলো ক্ষতিপূরণ পেল না, আহতরা কেন সুচিকিৎসা ও ক্ষতিপূরণ পেল না? আপনারা আসলে কী করতে চাচ্ছেন, ক্লিয়ার করুন।

বৈঠকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। বিএনপির পক্ষে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। গণঅধিকার পরিষদের অন্যান্য নেতারা হলেন, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আরিফ তালুকদার, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, মানবাধিকার সম্পাদক অ্যাড. খালিদ হাসান, যুব অধিকার পরিষদ সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক ড. আবু সুফিয়ান

জামায়াত-শিবিরকে পুরনো শকুন বললেন অধ্যক্ষ

পূজা পরিষদ নেতা শিব প্রসাদের পরলোকগমন

চাঁদপুর সেভেন মার্ডারের ঘটনায় মামলা

ফেক পেজ খুলে অপপ্রচারের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে 

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলা, জড়িত ছাত্রলীগ কর্মী

ইউআইইউ এবং গ্রামীণফোনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা কলেজে এক ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

শীত কমবে দক্ষিণে, বাড়বে উত্তরে

১০

খোঁজ মিলল সহসমন্বয়ক খালিদের

১১

আবু সাঈদ কি সত্যিই ফ্রান্সে চলে গিয়েছেন?

১২

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন

১৩

বাংলাদেশে এক দিনে ৪০ হাজার হিন্দু ধর্ষিত, এ তথ্য দেয়নি এবিপি আনন্দ

১৪

বিজয় দিবস কাবাডি / পুরুষ বিভাগে নৌ বাহিনী ও নারী বিভাগে পুলিশ চ্যাম্পিয়ন

১৫

সাহসীদের ক্ষেত্রে ভাগ্য সহায়ক হয়: আকবর

১৬

মাকে নিয়ে গাইলেন কাজী শুভ

১৭

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

১৮

দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবির 

১৯

জবি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে নূর মোহাম্মদ-শান্তা আক্তার 

২০
X