কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে : হেলাল

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন আজিজুল বারী হেলাল। ছবি : কালবেলা
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন আজিজুল বারী হেলাল। ছবি : কালবেলা

দেশে এখন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবি জানান।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক হেলাল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা জয়লাভ করেছি। এখন আমাদের সামনে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রে উত্তোরণের যে আন্দোলন, দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে আন্দোলন, দেশবিরোধী অপশক্তি ও দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিককে স্বাগত জানাচ্ছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা রয়েছে। প্রত্যাশা করি, আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনেও এই সাবেক ছাত্রনেতাকে আমরা পাশে পাব।

তিনি বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে, এসবের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন; আসুন আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সেই ঐক্যে শামিল হই।

আজিজুল বারী হেলাল আরও বলেন, দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ ছাড়া দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে। সংকট উত্তোরণে নির্বাচিত সরকার প্রয়োজন। আগামী ছয় মাসের মধ্যে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শের সৈনিকরা এ দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের এক সহযোদ্ধা পারভেজ মল্লিক, যিনি একদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলবার জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। ভাগ্যের কী নির্মম পরিহাস, তার বাবা এবং মা মারা যাওয়ার পরেও একবার তাদের মুখ দেখবার জন্যও দেশে আসতে পারেনি। মা-বাবার কবরে একমুঠো মাটি দেওয়ার সুযোগও সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে দেয়নি।

অমিত বলেন, শুধু পারভেজ মল্লিক নয়, এভাবে সারা বাংলাদেশের বহু গণতন্ত্রকামী মানুষকে দেশ ও জাতির সংকটময় মুহূর্তে তাদের পরিবারের পাশে দাঁড়াবার সুযোগ থেকে পতিত শেখ হাসিনা বঞ্চিত করেছিল। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সেই প্রিয় সহযোদ্ধা পারভেজ মল্লিক দেশে ফিরে আসার সুযোগ পেয়েছেন বলে আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। অমিত বলেন, গত ১৬ বছর অনেকের রক্ত, অনেকের শ্রম ও অসংখ্য পরিবারের অশ্রুর বিনিময়ে এবং সর্বশেষ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। এর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবন দিয়েছেন, যারা তাদের শারীরিক সুস্থতা হারিয়েছেন এবং যেসব পরিবার তাদের স্বজনদের হারিয়েছে; সবার প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, আমরা বিশ্বাস করি- আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দেশের সব শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে সক্ষম হবো। যে বাংলাদেশে সুশাসন, ন্যায় বিচার এবং মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুর রহমান বাবুল, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম গালিব ইমতেয়াজ নাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, ঢাকা মহানগর উত্তর কাফরুল থানার ১৬ নং ওয়ার্ডের সভাপতি শিমুল হোসেন ফারুক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না : লায়ন ফারুক

চাঁদপুরের জাহাজে হতাহতদের তিনজনের বাড়ি ফরিদপুরে

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিটিতে রয়েছেন যারা

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন : অধ্যক্ষ ইউনুছ

ঢাকায় আসবেন ইলন মাস্ক!

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

জ্যোতি ও পিংকির সেঞ্চুরি

মুক্তিযোদ্ধা লাঞ্ছিতে দুই সমর্থককে বহিষ্কার করল জামায়াত

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫

ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম

১০

সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, যুবক নিহত

১১

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে : হেলাল

১২

স্ত্রী-ছেলের প্রতারণায় হাসপাতালে দিন কাটাচ্ছেন বৃদ্ধ ছলেমান

১৩

নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই

১৪

আওয়ামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাওয়ার সুযোগ নেই : আমিনুল হক 

১৫

নাশকতার মামলা : মেজর হাফিজ ও আলতাফ চৌধুরীসহ খালাস ৮৪ জন

১৬

দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ‍্যোগ জরুরি 

১৭

ছাত্র আন্দোলনে হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

১৮

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় ভাসানী পরিষদের প্রতিবাদ

১৯

ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল

২০
X