কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফার মধ্যে রাষ্ট্র সংস্কার রয়েছে : পারভেজ মল্লিক

সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য বিএনপি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : কালবেলা
সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য বিএনপি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। তবে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনী তপশিল ঘোষণা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশের প্রতিটি নেতাকর্মীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ নির্দেশনা পরিপালনে সচেষ্টে থাকতে হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবন কাটিয়ে যুক্তরাজ্য বিএনপির নেতা পারভেজ মল্লিক রোববার (২২ ডিসেম্বর) দেশে ফেরেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুবারের সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সোমবারের অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুর রহমান বাবুল, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম গালিব ইমতেয়াজ নাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, ঢাকা মহানগর উত্তর কাফরুল থানার ১৬ নং ওয়ার্ডের সভাপতি শিমুল হোসেন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক হেলাল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা জয়লাভ করেছি। এখন আমাদের সামনে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রে উত্তোরণের যে আন্দোলন, দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে আন্দোলন, দেশবিরোধী অপশক্তি ও দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিককে স্বাগত জানাচ্ছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা রয়েছে। প্রত্যাশা করি, আগামীতেও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনেও এই সাবেক ছাত্রনেতাকে আমরা পাশে পাব।

তিনি বলেন, বাংলাদেশে এখন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে, এসবের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন; আসুন আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সেই ঐক্যে শামিল হই।

আজিজুল বারী হেলাল আরও বলেন, দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এছাড়া দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে। সংকট উত্তোরণে নির্বাচিত সরকার প্রয়োজন। আগামী ছয় মাসের মধ্যে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য দাবি জানাচ্ছি।

পারভেজ মল্লিক বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতার স্বার্বভৌমত্ব সুরক্ষার প্রতিচ্ছবি হল- বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাসহ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বিএনপি ও জিয়া পরিবার। ফলে জনগণের দল বিএনপি নিয়ে কোন য়ড়যন্ত্র দেশবাসী মেনে নিবে না। বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে সব নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসিনার ফ্যাসিবাদ রুখে দিতে হবে। জুলাই আগস্ট আন্দোলনে দেশের প্রবাসীরা বড় অবদান রেখেছে। নিরাপদে থেকে তারা কাজ করেছে। কিন্তু প্রতিকূল পরিবেশের মধ্যে দেশে থেকে যারা আন্দোলন করেছেন তাদের অবদান অনস্বীকার্য। তাদের অবদান জাতি স্বরণ করবে চীরকাল।

দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শের সৈনিকরা এ দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের এক সহযোদ্ধা পারভেজ মল্লিক, যিনি একদা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলবার জন্য তাকে দেশ ছাড়া হতে হয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার বাবা এবং মা মারা যাওয়ার পরও একবার তাদের মুখ দেখার জন্যও দেশে আসতে পারেননি। মা-বাবার কবরে একমুঠো মাটি দেওয়ার সুযোগও সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে দেয়নি।

তিনি বলেন, শুধু পারভেজ মল্লিক নয়, এভাবে সারা বাংলাদেশের বহু গণতন্ত্রকামী মানুষকে দেশ ও জাতির সংকটময় মুহূর্তে তাদের পরিবারের পাশে দাঁড়াবার সুযোগ থেকে পতিত শেখ হাসিনা বঞ্চিত করেছিল। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সেই প্রিয় সহযোদ্ধা পারভেজ মল্লিক দেশে ফিরে আসার সুযোগ পেয়েছে বলে আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি।

অমিত বলেন, গত ১৬ বছর অনেকের রক্ত, অনেকের শ্রম ও অসংখ্য পরিবারের অশ্রুর বিনিময়ে এবং সর্বশেষ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। এর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবন দিয়েছেন, যারা তাদের শারীরিক সুস্থতা হারিয়েছেন এবং যেসব পরিবার তাদের স্বজনদের হারিয়েছে- সবার প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা বিশ্বাস করি- আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে সক্ষম হবো। যে বাংলাদেশে সুশাসন, ন্যায়বিচার এবং মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যোতি ও পিংকির সেঞ্চুরি

মুক্তিযোদ্ধা লাঞ্ছিতে দুই সমর্থককে বহিষ্কার করল জামায়াত

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫

ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম

সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, যুবক নিহত

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে : হেলাল

স্ত্রী-ছেলের প্রতারণায় হাসপাতালে দিন কাটাচ্ছেন বৃদ্ধ ছলেমান

নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই

আওয়ামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাওয়ার সুযোগ নেই : আমিনুল হক 

নাশকতার মামলা : মেজর হাফিজ ও আলতাফ চৌধুরীসহ খালাস ৮৪ জন

১০

দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ‍্যোগ জরুরি 

১১

ছাত্র আন্দোলনে হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

১২

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় ভাসানী পরিষদের প্রতিবাদ

১৩

ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে ২০২৪’ উদযাপিত

১৫

ভারতের মহারাষ্ট্রে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

১৬

মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জামায়াতের নিন্দা; জড়িতদের বহিষ্কার ও গ্রেপ্তার দাবি

১৭

সরকারের টাইমফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না : আমীর খসরু

১৮

ময়মনসিংহে সরকারি খামারে মিলল অস্ত্র ও মাদক

১৯

চাপে রয়েছেন নেতানিয়াহু

২০
X