কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : প্রিন্স

গারো সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
গারো সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই সম্প্রীতি নিয়ে কোনো দেশ বা মহলকে খেলতে দেওয়া হবে না। বড়দিনের উৎসবে কেউ ষড়যন্ত্র করতে আসলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপনে প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের ধোবাউড়ায় ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং মিশন ও গির্জা প্রধান এবং উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে প্রিন্স পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন। বিকেলে তিনি ঘোষগাঁও ইউনিয়নের ভালুকা পাড়া সেন্টতেরেজাস মিশনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো ষড়যন্ত্র সবাই ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করা হবে। ৫ আগস্টের পর দেশের স্থিতিশীলতা নষ্ট করতে স্বার্থান্বেষী মহল দেশ-বিদেশ থেকে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ একটি অন্তর্ভুক্তিমূলক সর্বজনীন মতবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার সমঅধিকারকে স্বীকৃতি দিয়েছেন শহীদ জিয়া।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি সবাইকে ভয়-ভীতি-শঙ্কাহীনভাবে বড়দিনের উৎসব মহাসমারোহে পালন করার আহ্বান জানান। তিনি সরকার, প্রশাসন, সেনাবাহিনী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি বড়দিনের উৎসব পালনে প্রয়োজনীয় সহযোগিতা ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় গারো সম্প্রদায়ের নেতারা তাদের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, শহীদ জিয়া দুর্গাপুরে বিরিসিরি কালচারাল একাডেমি, ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, অধুনালুপ্ত বিডিআরে গারোদের চাকরি দিয়েছিলেন।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি এমরান সালেহ প্রিন্স ইউনিয়ন ভিত্তিক গির্জা ও গারো পল্লীতে টিম করে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পাশে থাকার আহ্বান জানান ।

এ সময় তিনি তাদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন এবং দুস্থ গারো নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বড়দিন উদযাপনের প্রস্তুতি প্রত্যক্ষ করেন। এ ছাড়াও রাতে পুরাকান্দুলিয়া ইউনিয়নের পাতাম গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে এবং ঘোষগাঁও জামিয়া মিরাছিয়া দারুসসুন্নাহ মাদ্রাসায় বার্ষিক বড়সভায় যোগ দেন তিনি।

মতবিনিময় সভায় গারো সম্প্রদায়ের নেতা এডুওয়ার্ড নাফাক, এক্সিবিশন বনোয়ারী, অসীম সাংমা, অনুপমা চিরান, মামেন রেংসা, বিএনপি নেতা অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন বক্তব্য দেন। এ সময় বিএনপি নেতা আবদুল কুদ্দুস, আবুল কাশেম ডলার, কাসুম উদ্দীন, জালাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে ২০২৪’ উদযাপিত

ভারতের মহারাষ্ট্রে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জামায়াতের নিন্দা; জড়িতদের বহিষ্কার ও গ্রেপ্তার দাবি

সরকারের টাইমফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না : আমীর খসরু

ময়মনসিংহে সরকারি খামারে মিলল অস্ত্র ও মাদক

চাপে রয়েছেন নেতানিয়াহু

কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন, প্রশ্ন ফরহাদ মজহারের

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

শেখ হাসিনার সমর্থক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ৫ দাবি ঢাবি সাদা দলের

১০

মালয়েশিয়া দূতাবাসের খোরশেদের প্রত্যাহারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

১১

উচ্চ আদালতের বিচারক নিয়োগ / জেলা আদালত থেকে ৭০ শতাংশ চান বিচারকরা

১২

নতুন সিরিয়ার পাশে থাকবে তুরস্ক

১৩

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ২০ ফেব্রুয়ারি

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্টনারশিপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২

১৬

আফগানিস্তানে কূটনৈতিক কার্যক্রম চালু করল সৌদি

১৭

বিএনপির ৩১ দফার মধ্যে রাষ্ট্র সংস্কার রয়েছে : পারভেজ মল্লিক

১৮

চাঁদপুরে ৭ খুন সম্পর্কে সবশেষ যা জানা গেল

১৯

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

২০
X