রাজধানীতে গভীর রাতে খেটে খাওয়া ও ছিন্নমূল গরিব অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিং, রূপনগর আবাসিক টিনশেড, রূপনগর আবাসিক রজনীগন্ধার সামনে, ভোলা বস্তির ঢাল ও দোয়ারীপাড়া প্রধান সড়কে গিয়ে শীতে কষ্ট পাওয়া মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল হাতে পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষগুলো খুশিতে আনন্দ-উল্লাস করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল রূপনগর থানা কমিটির আহ্বায়ক কাউছার হামিদ, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন