কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা গত ১৭ বছর ধরে বাংলাদেশের সব রাষ্ট্রীয় যন্ত্রের সব জায়গাতেই তাদের দোসরদের নিয়ন্ত্রণ ছিল। সেই নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেনি। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে বাংলাদেশকে নিয়ে একটি অস্থিতিশীলতা তৈরি করার ষড়যন্ত্র করছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা পূর্ব থানা বিএনপির এক কর্মিসভা ও রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ গত ৫ আগস্টের পরে যে প্রত্যাশা ও আশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিল, এ দেশের জনগণ গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করছে; তারা তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের সফলতা চায়, এ দেশের জনগণের প্রত্যাশা পূরণে তারা (অন্তর্বর্তীকালীন সরকার) এখনো পর্যন্ত সক্ষম হয়নি। কিন্তু আমরা খেয়াল করছি- জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীরগতিতে চলছে।
আমিনুল হক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, আপনারা সংস্কার করছেন ভালো কথা, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার একটি রূপরেখা দিয়েছেন। আমাদের এই রাষ্ট্র মেরামতের ৩১ দফায় যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা আলোচনার মাধ্যমে বসে আমরা বাস্তবায়ন করতে পারি; কিন্তু আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেভাবে ধীর গতিতে এগুচ্ছেন, আপনাদের প্রতি এ দেশের মানুষের আশা এবং প্রত্যাশা দুর্বল হয়ে গেছে।
বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, এই ভোট দেওয়ার জন্য এ দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছিল বলে উল্লেখ করে আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছে,দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় এ দেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি।
উত্তরা পূর্ব থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে দলীয় ও দেশাত্মবোধক গান গেয়ে কর্মশালা শুরু হয়। দলের নেতাকর্মীদের বক্তব্যের পরে সভাটি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সমাপ্তি ঘটে। এ সময় ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল হক।
উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান।
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজি মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সাবেক কাউন্সিলর আলী আকবর আলী, ডা. একেএম কবির আহমেদ রিয়াজ, সালাম সরকার, এমএস আহমাদ আলী, ইব্রাহিম খলিল (সহ-দপ্তর), জাহেদ পারভেজ চৌধুরী ও তাসলিমা রিতা।
অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক সদস্য সচিব অ্যাড রুনা লায়লা রুনা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসীন সিদ্দিকী রনী, শ্রমিক দল মহানগর উত্তর সদস্য সচিব কামরুল জামান কামরুল, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, তাঁতী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শামসুন্নাহার বেগম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাশেদ আলম ছাড়াও দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জমিদার, উত্তরা পূর্ব থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এমএ মনির হাসান ভূঁইয়া, শহিদুল ইসলাম সুমন, আমিনুল হক, এসআই টুটুল, নজরুল ইসলাম খান, থানা কমিটির সদস্য মহিদুল ইসলাম মাহিদ, বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার হোসেন, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. চান মিয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২৬টি থানার ২৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার তৃতীয় দিনের মতো উত্তরা পূর্ব থানা বিএনপির উদ্যোগে এ কর্মিসভা ও দলের ৩১ দফা নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হলো।
মন্তব্য করুন