অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
শুক্রবার (২০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি এএফ হাসান আরিফের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি প্রার্থনা করেন, এএফ হাসান আরিফের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা যে শোক পেয়েছেন, আল্লাহ যেন তা সহ্য করার তৌফিক দান করুন।
কর্নেল অলি বলেন, এএফ হাসান আরিফ আমার চার দশকের ঘনিষ্ঠ ছিলেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন