কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘এই ভূখণ্ড জীবন দিয়ে হলেও জামায়াতের সদস্যরা রক্ষা করবে’

‘এই ভূখণ্ড জীবন দিয়ে হলেও জামায়াতের সদস্যরা রক্ষা করবে’
ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইলের এই ভূখণ্ড জীবন দিয়ে হলেও আমরা জামায়াতের সদস্যরা রক্ষা করব, সে প্রতিশ্রুতি দিচ্ছি। আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে দেশবাসীকেও আমরা আহ্বান জানাচ্ছি।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা দেশবাসীকে কথা দিচ্ছি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। ভিন্ন ধর্মের অনুসারী ভাইদের বলি, আমরা এ দেশে কোনো সংখ্যালঘু আছে এমন কিছু মনে করি না। আমরা সবাই এ দেশের বৈধ নাগরিক হিসেবে স্বাধীনতার সুফল প্রত্যেকে উপভোগ করতে চাই।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে রাষ্ট্রীয় সব দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দিতে হবে। সব দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে। আর দেশে যারা সৎ, নিষ্ঠাবান ও বঞ্চিত অফিসার আছেন, দায়িত্ব পালনে সক্ষম আছেন তাদের দ্রুত যথাযথ সম্মান দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ করে দিন। সেই সঙ্গে দাবি জানাতে চাই, দ্রুত নতুন ভোটার তালিকা তৈরির ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন অফিস হতে বলা হয়েছে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে হবে। তাদের দিকে প্রশ্ন ছুড়ে রফিকুল ইসলাম খান বলেন, সরকারি অফিসে বসে তাহলে আপনাদের কাজটা কি? গত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রায় দুই কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। নির্বাচন কমিশনাররা আপনাদের দায়িত্ব সম্পর্কে এখনই সচেতন হন নচেৎ মানুষ আপনাদের ধিক্কার জানাবে। সামনে সঠিক জনমত প্রকাশের স্বার্থে নতুন ভোটার তালিকা করতে হবে। আমরা প্রত্যাশা করি আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামি আদর্শের আলোকে সত্যিকার আধুনিক বাংলাদেশ।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে আদর্শ রাষ্ট্র বিনির্মাণের জন্য আদর্শ মানুষ প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকেই আদর্শ মানুষ তৈরির কাজ করছে। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সে ধারা অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী ক্ষমতা চায় না, চায় দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। ইসলাম প্রতিষ্ঠা হলেই বাংলাদেশ সত্যিকার অর্থে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।

সভাপতির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশ, জাতি ও সমাজের কল্যাণে জামায়াতের সদস্যরা বলিষ্ঠ ভূমিকা পালন করবে সে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। বিগত জুলাই বিপ্লবে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সে দেশ নিয়ে আর যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমরা সোচ্চার ভূমিকা পালন করব- দৃঢ় কণ্ঠে তা ঘোষণা করছি। দেশ ও জাতির কল্যাণে আমাদের পেশাজীবীরা হবেন সবার আদর্শের কেন্দ্রবিন্দু। এ দেশে ইসলামী আদর্শের বিজয়কে ত্বরান্বিত করতে এবং ছাত্র-জনতা যে কারণে জীবন দিয়েছেন সেই বাংলাদেশ গঠনে আমরা অবশ্যই ভূমিকা রাখব। এই বাংলাদেশে আর কোনো নতুন স্বৈরাচারের উত্থান আমরা হতে দেব না।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে পেশাজীবী সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভাষানটেক থানা শাখার কমিটি গঠন

কামরুন্নাহার পপির স্মরণ সভা অনুষ্ঠিত

সোয়া নয় কোটি টাকা মূল্যের মাদকসহ কারবারি গ্রেপ্তার 

বনশ্রীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজের পোস্ট ইস্যু

‘দায়িত্ব পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত’

জবির গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বে দুর্জয় এবং ফয়সাল

দৌলতদিয়ায় ৫ কিমিজুড়ে যানজট

মা তার ১০ মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল : জামায়াত আমির

হাসান আরিফ ছিলেন সর্বমহলে পরিচিত মুখ : ড. ফরহাদ

১০

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে কর্নেল অলির শোক

১১

এক সন্তানের জননীর অনশন, পরিবার নিয়ে পালালেন রাসেল

১২

পাকাপাকি ভাবে ভারত ছাড়ছেন কোহলি!

১৩

ভারত মহাসাগর থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার

১৪

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন ইমন 

১৫

নব্য দখলদারিদের পরিণতিও হাসিনার মতো হবে : আবু হানিফ

১৬

জাতির প্রতিটি অর্জনে গর্ব করার দল বিএনপি : রিজভী

১৭

প্রধান উপদেষ্টাকে গণঅধিকার পরিষদের আলটিমেটাম

১৮

শনিবার বসছে বিসিবির বোর্ড মিটিং

১৯

লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

২০
X