কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

২০২৫ সালের মধ্যেই নির্বাচন সম্ভব : গণতন্ত্র মঞ্চ

তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ছবি : কালবেলা
তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের কাজের গতি থাকলে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করে গণতন্ত্র মঞ্চ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে মঞ্চের শীর্ষ নেতারা এ কথা বলেন।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা অন্তর্বর্তী সরকার প্রধান কর্তৃক জাতীয় নির্বাচন ও জাতীয় ঐকমত্যসংক্রান্ত কমিশন গঠনের ধারণাকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের কাজের গতি ও দক্ষতা থাকলে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।

নেতারা গতকাল উচ্চ আদালত কর্তৃক সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা বাতিলসংক্রান্ত রায়কে স্বাগত জানিয়ে বলেন, এই রায়ের মধ্য দিয়ে সংবিধানে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো।

নেতারা আইশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ার উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস্তবে প্রশাসনে স্থবিরতা চলছে। একশ্রেণির আমলারা ব্যক্তিগত এজেন্ডা ও প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্যস্ত রয়েছে।

নেতারা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। তারা বলেন, চার বছর আগে অবসরে যাওয়া মহিবুল হককে ২০২৩ সালের ২৮ অক্টোবরবিরোধী দলসমূহের মহাসমাবেশে এক হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে তার মামলার সাথে মহিবুল হকের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার কথা জানিয়ে হলফনামা দিলেও গত এক মাসে তার জামিন হয়নি। তিনি যাতে জামিনে ছাড়া না পান তার জন্য ২০২৪ এর গণঅভ্যুত্থানে এক নিহতের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তারা বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই সরকারি পদ ও ক্ষমতা ব্যবহার করে মহিবুল হককে অন্যায়ভাবে জেলে পুরে রাখা হয়েছে। এই ধরনের হয়রানিমূলক মামলা চলতে থাকলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে। নেতৃবৃন্দ অবিলম্বে আইনানুগভাবে মহিবুল হকের মুক্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের বিপুল প্রত্যাশা। তারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে তাদের দলনিরপেক্ষতা হারান তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তিনি রাজনৈতিক দলসমূহসহ সবাইকে আস্থায় নিয়ে সরকারকে সংস্কার, জাতীয় নির্বাচনসহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার আহবান জানান।

মাহমুদুর রহমান মান্না বলেন, বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়ে সরকারকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানাচ্ছি। বাতিল হওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদের পুনর্বহাল করার তৎপরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইভাবে পতিত ফ্যাসিবাদী শক্তির দোসরেরা আবার পুনর্বাসিত হবে। এসব তৎপরতা বন্ধের দাবি জানাচ্ছি।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ফ্যাসিবাদী শক্তির গোটা প্রশাসন অক্ষুণ্ণ রেখে গণঅভ্যুত্থানের চেতনায় দেশ এগিয়ে নেওয়া যাবে না। আমলাদের শোধ প্রতিশোধের তৎপরতা সরকারকে বিপদে ফেলে দিতে পারে।

এ সময় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সংস্কার ছাড়া গতানুগতিক নির্বাচন দিয়ে দেশ এগুতে পারবে না। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য সংস্কার প্রয়োজন।

আবুল হাসান রুবেল বলেন, গণ অভ্যুত্থানের সংগঠকেরা গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। গণঅভ্যুত্থানের সংগঠকদের নিরাপত্তাসহ জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর করে তুলতে বহু আয়োজন চলছে। যার সঙ্গে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। এসব বিবেচনায় রেখেই সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতাতার সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আগামী ২৪ ডিসেম্বর ২০২৪ বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়। বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল। সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির রেজিস্ট্রার হলেন তামজিদ হোসাইন

সাংবাদিক নির্যাতনে ডিএমসিআরসির উদ্বেগ

ভুয়া ক্যাপ্টেন পরিচয়ে দুই প্রতারক আটক

সেমির সমীকরণ চূড়ান্ত / শান্তর ঝড়ে রাজশাহীর বড় জয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর বন্দোবস্তের জমির দখল পেলেন আয়েশা

বগুড়ায় ছাত্রদল নেতাকে আটক করে ঘুষ আদায়, এসআই ক্লোজড

সাংবাদিক তুরাব হত্যায় ৫ দিনের রিমান্ডে এএসপি দস্তগীর

কর ফাঁকি দিয়ে সম্পত্তি বেচা-কেনা নিষিদ্ধ পাকিস্তানে

পাক-ভারত ম্যাচে হাইব্রিড মডেল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি সংকটের সমাধান

হাসপাতালে খাবার না পেয়ে রোগী ও স্বজনদের বিক্ষোভ

১০

খাদ্য ব্যবস্থা পরিবর্তনে জাতীয় সংলাপ

১১

বাংলাদেশের হয়ে খেলার সবুজ সংকেত পেলেন হামজা

১২

কমবে তাপমাত্রা, হতে পারে বৃষ্টি

১৩

বক্তব্যের অপব্যাখ্যা আমাকে মর্মাহত করেছে : ড. বদিউল আলম

১৪

ইতালি যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর

১৫

‌‘জনগণকে ধাঁধায় ফেলে উচ্চ প্রবৃদ্ধির কাল্পনিক গল্প শোনানো হয়’

১৬

চট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

১৭

আইএমইডির কর্মজীবী কল্যাণ সমিতির সভাপতি কামাল সেক্রেটারি রাকিব

১৮

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগের রব্বানী

১৯

আফগানিস্তান থেকে সিরিয়ার বিদ্রোহীদের শিক্ষা নিতে বললেন ব্লিঙ্কেন

২০
X