কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কোনো ষড়যন্ত্রকারী দেশের ক্ষতি করতে পারবে না : আমিনুল হক 

গণঅভ্যুত্থান শহীদ ওয়াসিমের নামে স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন আমিনুল হক। ছবি : কালবেলা
গণঅভ্যুত্থান শহীদ ওয়াসিমের নামে স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন আমিনুল হক। ছবি : কালবেলা

‘পতিত’ আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী এবং তাদের বিদেশি প্রভুরা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে- বাংলাদেশে এমন কেউ নেই, সেটা দেশি হোক বা বিদেশি হোক- কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত ঐক্যবদ্ধ, উজ্জীবিত ও সতর্ক রয়েছে। এই সর্তকতার সহিত আমাদের সবকিছু মাথায় রেখে কাজ করতে হবে। গত ১৭ বছরে আওয়ামী লীগ যা করেছে, আমাদের দ্বারা যাতে এ রকম কোনো ভুল না হয়- সেদিকে আমাদের সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরস্থ পূর্ব রাজাবাজারে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমের নামে স্মৃতি পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী স্বৈরাচারের শাসনামলে আওয়ামী লীগের নেতারা তেজগাঁও পূর্ব রাজাবাজারের একটি ভবনে টর্সাল সেল বানিয়ে সাধারণ মানুষদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। স্থানীয় জনগণ সেই ভবনটিকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ওয়াসিমের নামে পাঠাগারে রূপান্তর করে দেয়।

শহীদ ওয়াসিমের নামে স্মৃতি পাঠাগার স্থাপন করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বিএনপি নেতা আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার টর্সাল সেলের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপরে কতটা নির্মমভাবে জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে- আমরা তা দেখেছি। আমরা আরও দেখেছি, গত ৫ আগস্টের পরে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় আয়নাঘর। এই আয়নাঘরে বছরের পর বছর ধরে একজন মানুষকে কীভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে বন্দি করে রাখা হয়েছিল; সেই আয়নাঘরের প্রতিচ্ছবি আজকে আমরা এখানে দেখলাম। এই আয়নাঘর নামক টর্সাল সেলটিকে লাইব্রেরি করার যে চিন্তা-ধারণা- এটা অত্যন্ত জনবান্ধন এবং এটা জ্ঞান চর্চার একটা জায়গা।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গত ৫ আগস্টের পরে আজও সোজা হয়ে দাঁড়াতে পারছে না।

পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নম্বর সদস্য সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে এবং ওয়াসিম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আমির হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শহীদ ওয়াসিমের বাবা মোহাম্মদ শফিউল আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউল ইসলাম রিয়াজ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য তাসলিমা রিতা, নাজনীন হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম শামীম আনোয়ার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন তথ্যপ্রযুক্তির নায়ক এস এম কামাল

বাংলাদেশকে ৭ হাজার ৭৪০ কোটি টাকা দিচ্ছে আইএমএফ

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য : চসিক মেয়র

খেলাফত মজলিসে যোগ দিলেন মাওলানা শাহীনূর পাশা

চবিতে গুপ্ত হত্যার প্রতিবাদ

পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আরাফাতের শতকের পরও হারল নৌবাহিনী

যশোরে মাদ্রাসার ভিডিওটি ‘যেমন খুশি তেমন সাজো’

ইরানের পরমাণু চুক্তি নিয়ে যা বলল জাতিসংঘ

ইজতেমায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের বিবৃতি

১০

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় হেফাজতের নিন্দা 

১১

আত্মবিশ্বাসেই সফল শামীম

১২

রাজশাহীতে আবাসিক হোটেলে চাঁদা না পেয়ে লুটপাট

১৩

ফেনীতে ১৩২ পরিবারে গৃহনির্মাণ সামগ্রী দিলেন আমেরিকান প্রবাসীরা

১৪

সাংবাদিক তুরাব হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার

১৫

৩১ দফা সফল করে জুলুম-নির্যাতনের জবাব দেব : তারেক রহমান

১৬

ইজতেমায় হামলা নিয়ে যা বললেন হেফাজতের আমির

১৭

এবার ভারতকে ট্রাম্পের সতর্কবার্তা

১৮

গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

১৯

‘শিক্ষাখাতে মোট বাজেটের ৫ শতাংশ বরাদ্দের ব্যবস্থা করতে হবে’

২০
X