‘২৪ এর গণ-অভ্যুত্থানের চেতনায় ৫৪তম মহান বিজয় দিবস’ স্লোগানে রাজধানীতে গণর্যালি করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানীতে এ ঐক্যের র্যালির আয়োজন করে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দলটি।
গণর্যালিতে অংশ নিয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমরা আজকের ঐক্যের র্যালি করছি৷ দেশের সব প্রান্তে এই র্যালি পালনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার৷ ২৪ এর গণঅভ্যুথান আর ৭১ সাংঘর্ষিক নয়৷ জুলাই বিপ্লবের চেতনায় আমরা সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে চাই।
আওয়ামী দোসরদের বিচারের দাবি জানিয়ে এনডিএম চেয়ারম্যান বলেন, খুনি হাসিনা এবং তার সব দোসরদের ফিরিয়ে এনে গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগের কোন ধরনের রাজনীতি বা নির্বাচন করার অধিকার থাকতে পারে না।
গণর্যালীতে অংশ নেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আদনান সানি, ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন