জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, বিগত দিনের সরকারগুলো হতো ক্ষমতা ও প্রভুত্বের কেন্দ্রবিন্দু। কিন্তু আগামীর সরকার হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্র।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বপন আরও বলেন, মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে একটি জাতীয় সরকার গঠন না করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তৎকালীন শাসকগোষ্ঠী। এরপর যারাই দেশের ক্ষমতায় এসেছে, তারাই দেশের জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করেছে। তারই ধারাবাহিকতায় বিগত ১৬ বছর আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট শাসকে পরিণত হয়েছিল, যা বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ভেঙে দিয়েছে।
এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংস্কার হতে হবে ক্ষমতার কেন্দ্রে জনগণের অংশীদারত্ব নিশ্চিতের লক্ষ্যে। জনগণের অংশিদারত্ব নিশ্চিত না করলে সংস্কার কাজে আসবে না বলেও সতর্ক করেন তিনি। এ জন্য জাতীয় সংসদে শ্রম, কর্ম ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিতে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের দাবি জানান জেএসডির এই সাধারণ সম্পাদক।
সভাপতির বক্তব্যে জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণের ক্ষমতা, অধিকার ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেএসডি নেতা অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, কামরুল আহসান অপু, আনিসা রত্না, কামরুল হুদা লাবলু, সৈয়দ ওমর ফারুক সেলিম, মোহাম্মদ শামীম প্রমুখ।
মন্তব্য করুন