বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে মধ্যাহ্নভোজে যুক্ত হন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এই মধ্যাহ্নভোজের আয়োজন হয়।
তবে বৈঠক সম্পর্কে মঈন খানের পক্ষ থেকে কিছু জানানো না হলেও সেখানে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির একটি সূত্রে জানা গেছে। আলোচনার মধ্যে সংস্কার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচির বিষয়গুলো থাকার সম্ভাবনা রয়েছে।
মঈন খানের বাসায় নিয়মিত বিরতিতেই কূটনীতিকদের সঙ্গে বৈঠক হয়ে থাকে। এর আগেও ব্রিটিশ হাইকমিশনার মঈন খানের বাসায় গিয়েছেন।
আওয়ামী সরকারের বিরুদ্ধে গত বছরের ২৮ অক্টোবর আন্দোলনের ক্র্যাকডাউনের পরদিনই দেশের তৎকালীন পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় ড. মঈন খানকে নিয়ে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার।
মন্তব্য করুন