কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি

১। মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

২। বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ১৫ ডিসেম্বর দুপুর ২টায় আলোচনা সভা হবে।

দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকেলে ‘সবার আগে বাংলাদেশ’ এর উদ্যোগে মানিক মিয়া এভিনিউয়ে (সংসদ ভবন) কনসার্ট হবে।

৩। ১৬ ডিসেম্বর ভোরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ করবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

৪। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ণ করে তা বাস্তবায়ন করবে।

৫। অনুরুপভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে স্থানীয় সুবিধানুযায়ী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।

৬। এ ছাড়াও বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি

১। ১৪ ডিসেম্বর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধ:নমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দুপুর ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২। ১৪ ডিসেম্বর সকাল ৯ টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে যৌথসভায় গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।

এ ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

রিজভীর সভাপতিত্বে যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুবদলের মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি ও ডা. জাহিদুল কবির, কৃষক দলের হাসান জাফির তুহিন; শ্রমিক দলের আনোয়ার হোসাইন, মোস্তাফিজুল করীম মজুমদার ও মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাঁতী দলের মজিবুর রহমান, জাসাসের জাকির হোসেন রোকন ও লিয়াকত আলী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বিএনপির দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

মার্কিন সফরে নেতানিয়াহু, এবার এজেন্ডা কী নিয়ে?

ভাত নরম হওয়ায় বরপক্ষের লঙ্কাকাণ্ড

পিএসএল নিয়ে রিশাদের বড় স্বপ্ন

ছাগল খোয়াড়ে দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, অতঃপর...

বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক বৈঠককে ইতিবাচক বললেন পার্থ 

সংস্কারের প্রধান প্রস্তাবক ও ধারক বিএনপি : মাহদী আমিন

ইরানের ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত পেজেশকিয়ানের, নেপথ্যে যে কারণ

ঈদের ছুটি শেষে কাল খুলছে তিন বিশ্ববিদ্যালয়

‘পলাতক নেত্রীর কথায় উঁকি-ঝুঁকি মারলেও লাভ হবে না’

১০

‘দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করা হবে’

১১

সন্দ্বীপে আইনশৃঙ্খলার অবনতি, জনমনে আতঙ্ক 

১২

কোনো ব্যক্তির অপরাধ বিএনপির ওপর না চাপানোর আহ্বান

১৩

বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

১৪

‘জুলাই ব্যবসায়ী ছাত্রনেতারা যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি’

১৫

জনগণ দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচন চায় : আমিনুল হক 

১৬

মেরা পিক পর্বত অভিযানে ইবিএলের ৫ সদস্য

১৭

গ্যাসের চুলা জ্বালানো নিয়ে তিতাসের সতর্কবার্তা

১৮

নিজেদের তৈরি ফাঁদেই ধ্স নেমেছে মার্কিন বাজারে

১৯

জানা গেল শামীমের স্ত্রীর পরিচয়

২০
X