কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে : চরমোনাই পীর 

বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দাওয়াতের কাজ আরও গতিশীল করতে হবে। আমাদের সব কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইবাদাত।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়াল এ কেন্দ্রীয় মজলিসে শূরার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মজলিসে শূরার সভা সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও প্রকৌশলী আশরাফুল আলম সভা পরিচালনা করেন।

এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, আল্লামা আবদুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও উপদেষ্টা পরিষদ সদস্য ড. মাওলানা মোশতাক আহমাদ।

শায়খে চরমোনাই বলেন, অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের উপর অবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাইনা, ইসলামকে ক্ষমতায় নিতে চাই।

প্রেসিডিয়ামের ১১ সদস্যে আছেন- মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক আজাদ, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা হাফেজ নেয়ামতুল্লাহ আল ফরিদী ও অধ্যাপক মাহবুবুর রহমান।

১৫ সদস্যের উপদেষ্টা পরিষদে আছেন- শরীয়াহ বিষয়ক উপদেষ্টা হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দ্বিপী, মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাওলানা ড.আ.ফ.ম. খালিদ হোসেন, মাওলানা ড. মোশতাক আহমাদ, তথ্য বিষয়ক উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খাঁন নদভী, মহিলা ও পরিবার কল্যাণ বি. উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, অধ্যাপক ডা. মুহাম্মদ জহুরুল হক, মাওলানা খোবায়েব বিন তৈয়্যব, অ্যাডভোকেট আব্দুল মতিন, আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা, মানবাধিকার বিষয়ক উপদেষ্টা অ্যাড. একেএম এরফান খান, মাওলানা আব্দুল কাদের (মেহেরপুর), উপদেষ্টা অ্যাডভোকেট লুৎফর রহমান ও মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক।

৫১ সদস্যের কেন্দ্রীয় মজলিসে আমেলায় আছেন- আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ সেখ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহা. আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মনির হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: মুহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসেন সাকী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হা মাও. মাহমুদুল হাসান (এল.এল.বি.), রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক, শহিদুল ইসলাম কবির, সহদপ্তর সম্পাদক, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, মুফতি রেজাউল করীম আবরার, শাহ ইফতেখার আহসান তারিখ, মাওলানা শামসুদ্দোহা আশরাফী, ডা. শহিদুল ইসলাম ও মুফতি মোস্তফা কামাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টেসের দূষিত পানিতে মারা গেল কৃষকের ৩০০ হাঁস

বিজয় দিবসকে আ.লীগ একক সম্পত্তি বানিয়েছিল : শাহজাহান চৌধুরী

কোটালীপাড়ায় অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে দুই শতাধিক শিশু হাসপাতালে

জুলাই বিপ্লবে আহত পরিবারকে জামায়াতের নগদ অর্থ উপহার

বন্ধুর বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না শরীফের

দুর্বল হয়ে মাটিতে পড়ল হিমালয়া গৃধিনী শকুন

হাতকড়া নিয়েই মায়ের জানাজায় যুবলীগ নেতা

তিন ঘণ্টা পর নারায়ণগঞ্জে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

বিজয় দিবসে খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের বিশেষ প্রার্থনা 

আ.লীগ সরকারের নির্মিত স্তম্ভে শ্রদ্ধা জানায়নি প্রশাসনসহ রাজনৈতিক দল

১০

বিজয় দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি

১১

রাতে আ.লীগের মিছিল, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১২

নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১৩

রাজধানীতে প্রাইভেটকারে বিদেশি মদ, দুই মাদককারবারি গ্রেপ্তার

১৪

বিএনপির দুই পক্ষের সভা, ১৪৪ ধারা জারি

১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে প্রক্টরসহ আহত ৫

১৬

হয় মাতৃভূমি রক্ষা করব, না হয় শহীদ হবো : জাহিদুল ইসলাম

১৭

বাংলাদেশের জনগণ একটি গোষ্ঠীর হাতে জিম্মি ছিল : সাচিংপ্রু জেরী

১৮

গোলান ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করলেন সিরিয়ার বিদ্রোহী প্রধান

১৯

ভাঙ্গায় গাড়িচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

২০
X