বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন বলে জানিয়েছেন দলটির প্রধান অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে তারা ভারতীয় আগ্রাসন রুখে দেবেন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ভারতের আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চলমান লংমার্চ কর্মসূচিতে কিশোরগঞ্জের ভৈরবের পথসভায় মুন্না এ কথা বলেন।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চলমান এই লংমার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন- যুবদলের সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন; স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান; ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
লংমার্চে আরও উপস্থিত রয়েছেন- যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, ঢাকা জেলার সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুবদলের মহসিন মোল্লা, এ্যাড. তসলিমুদ্দীন, ফিরোজ আব্দুল্লাহ, আবু আতিক আল হাসান মিন্টু, মাসুদুর রহমান, গিয়াস উদ্দীন মামুন, শফিকুল ইসলাম, সুমন দেওয়ান, আমিনুর রহমান আমিন, কামরুজ্জামান নান্নু, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পথসভায় যুবদল সভাপতি বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আমরা ভারতের হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি রাজনীতি করে। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করা হবে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আপসহীন থেকে কাজ করে যাবে। ঐক্যবদ্ধ থেকে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দেব।
দুপুর দেড়টার দিকে ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ডে পথসভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের উদ্দেশে লংমার্চটি এগিয়ে যায়। পথসভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ অন্যরা বক্তব্য রাখেন।
এ দিন সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লংমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আমরা আমাদের প্রতিবাদ, ক্ষোভ, ক্রোধ জানাতে এই শান্তিপূর্ণ লংমার্চ করছি। আমরা আখউড়া পর্যন্ত যাব। সেখান সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ করব।’
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, নাজমুল হাসান বক্তব্য রাখেন।
মন্তব্য করুন