কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ যা করেছে, বিএনপি তার উল্টোটা করতে চায় : আমিনুল হক 

রাজধানীর খিলক্ষেত থানাধীন বড়ুয়ার আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে থানা বিএনপি আয়োজিত এক কর্মীসভা ও কর্মশালায় কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর খিলক্ষেত থানাধীন বড়ুয়ার আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে থানা বিএনপি আয়োজিত এক কর্মীসভা ও কর্মশালায় কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপি সাধারণ মানুষের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা এমন কিছু করব না- যাতে করে সাধারণ মানুষ যেন বলতে না পারে, আওয়ামী লীগ-বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ।

রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর খিলক্ষেত থানাধীন বড়ুয়ার আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে থানা বিএনপি আয়োজিত এক কর্মীসভা ও কর্মশালায় উদ্বোধকের বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্যটা কিন্তু আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে যাবে। তাই গত ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার উল্টোটা করতে চায়। বিএনপি সাধারণ মানুষের পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথাগুলো ভালো করে জেনে-বুঝে-শুনে অনুধাবন করতে হবে। এরপর আমাদের এলাকার পাড়া-মহল্লায় বিভিন্ন জায়গায় গিয়ে এটা নিয়ে জনগণের সাথে আলোচনার মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে, তাদের সমর্থন আদায় করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫টা বছর ধরে ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহিতা তৈরি হবে। আমরা সেই জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশে সুশাসন ও একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।

খিলক্ষেত থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে দুপুর আড়াইটায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে এবং জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান গেয়ে কর্মশালা শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত। কর্মশালায় ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমিনুল হক।

কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী ফজলুল হক ফজলু’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আক্তার হোসেন। এতে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মো. আক্তার হোসেন, মো. আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, মো. আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, জিয়াউর রহমান জিয়া, ইব্রাহিম খলিল (সহ-দপ্তর), ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহআলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব এ্যাড রুনা লায়লা, তাতী দলের শামসুন্নাহার, কৃষক দলের ডন, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব খান স্বপন, মোবারক হোসেন দেওয়ান, সি এম আনোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

টিভিতে আজকের খেলা

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ইতিহাসের এই দিনে যত স্মরণীয় ঘটনা

সুনামগঞ্জে নদীতে বালু উত্তোলনে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

খালাতো বোনের বিয়ে খেতে এলেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

পাল পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

সরকারি বাঙলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের

১০

সারা দেশে জাহাজ ধর্মঘট

১১

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

১২

সাতক্ষীরায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির আলোচনা সভা

১৩

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতের আগুনে পুড়ছে শিশুরা

১৪

ক্ষতিগ্রস্ত ক্রীড়া মন্ত্রণালয়, কোথায় অফিস করবেন আসিফ মাহমুদরা?

১৫

ছোট ভাইয়ের বিয়েতে বর সেজে গেলেন বড় ভাই, অতঃপর...

১৬

সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সমুদ্রে জাহাজ বিকল

১৭

বিপিএল উত্তাপে আলোচনায় সাকিব

১৮

‘অপরাধীদের প্রতি কোনো ক্রমেই নমনীয় হবে না পুলিশ’

১৯

অপশক্তির প্ররোচনায় সচিবালয়ে অগ্নিকাণ্ড, বাসার নিন্দা ও প্রতিবাদ

২০
X