ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, জনগণের মনের কথা বুঝেই রাজনীতি করতে হবে, না হলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে। বিএনপির জন্মলগ্ন থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি নজর রেখে জনগণের চাহিদা মতন কর্মসূচি নিয়ে রাজনীতি করেছে। এজন্যই বাংলাদেশ যতবার ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হয়েছে জনগণ বিএনপি এবং ধানের শীষের পক্ষে রায় দিয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। নয়া পল্টনস্থ ভাষাণী মিলনায়তনে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও নগর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, কে সিকান্দার কাদির, হাজী মনির হোসেন চেয়ারম্যান, সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল ইসলাম খান টিপু, সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, শরীফ হোসেন, শেখ মোহাম্মদ আলী চায়না, আনোয়ার পারভেজ বাদল, কেএম জুবায়ের এজাজ, আকবর হোসেন ভূঁইয়া নান্টু, সাঈদ হাসান মিন্টু, ওমর নবী বাবু, সাইফুল্লাহ খালিদ রাজন, ফজলে রুবায়েত পাপ্পু, জুম্মন মিয়া চেয়ারম্যান, অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, হাজি মোহাম্মদ নাজিম, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, মোহাম্মদ হামিদুল হক, শফিউদ্দিন আহমেদ সেন্টু, অ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান, ইসমাইল তালুকদার খোকন, আনোয়ার হোসেন সরদার, আনোয়ার কবির, মামুন হোসেন, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, মোফাজ্জল হোসেন, হাজি মোজাম্মেল হোসেন, হাজি জাকির হোসেন, কাবীরুল হায়দার চৌধুরী, আবুল হাশেম, খাজা হাবিবুল্লা হাবিব, নুরুল কাদের নাসিম, নাসিমুল গনি খান, মোজাম্মেল হক মজু, মোহাম্মদ আখতার হোসেন প্রমুখ।
সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দলের যে লক্ষ্য জনগণের ভোটের অধিকার অর্থাৎ দেশের মালিকানা জনগণের হাতে আবার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা সংগ্রাম করে যাব। দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে নিজেদেরকে সর্বাত্মক নিয়োজিত রাখতে হবে। মনে রাখতে হবে আজকে যারা কমিটিতে নেতৃত্ব পেয়েছেন তারা এর যথাযথ মূল্যায়ন করে যার যার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন ঈমানের সাথে।
উল্লেখ্য, গত ৭ জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবীনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আজ ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর দুপুর থেকে বিভিন্ন থানা এবং ওয়ার্ডের উচ্ছসিত নেতাকর্মীরা ফুল এবং মিষ্টি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কার্যালয়ে ভিড় করতে থাকেন। বিকেল ৫টায় মহানগর নেতাদের কার্যালয়ে গেলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান এবং করতালি দিয়ে তাদের স্বাগত জানান।
মন্তব্য করুন