কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত : এমরান সালেহ প্রিন্স

বন্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বন্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

সম্প্রতি ভয়াবহ বন্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ডেউটিন প্রদান করা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স রোববার (৮ ডিসেম্বর) সকালে ধোবাউড়া বাজারে উপজেলার শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব ঢেউটিন বিতরণ করেন।

এসময় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত। বিরোধী দলের অবস্থানে থেকেও তারেক রহমান জনগণের দুঃখ-দুর্দ্দশায় মানুষের পাশে থাকছেন। বৈরী পরিবেশেও ‘জনগণের পাশে থাকার ও জনগণকে সঙ্গে রাখা’র নীতি অবলম্বন করছেন।

তিনি বলেন, বিএনপি, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান কথামালার রাজনীতি নয়, সরকারে না থেকেও দুর্যোগকালেও মানুষের পাশে যেভাবে থাকছেন, তা নজিরবিহীন। আওয়ামী লীগ বিগত ১৫ বছরে লিপ সার্ভিস ও ফটোসেশনের রাজনীতি এবং দুর্নীতি, লুটপাট, তাঁবেদারি ও জনগণের অধিকার হরণ করেছে। রাজনীতির নামে অভিনয় করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে। তারা গণশত্র। গণহত্যাকারী, লুটপাটকারীদের জয়াগা বাংলাদেশের রাজনীতির ময়দানে আর হবে না।

এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের রায়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পল্লী রেশন, সকলের জন্য চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, বেকারভাতাসহ যুগান্তকারী পদক্ষেপ নেবেন। দুর্নীতি, লুটপাট বন্ধ করে মাঠে-ঘাটে, কল-কারখানায় উন্নয়ন-উৎপাদনের জোয়ার সৃষ্টি করবেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স জনসাধারণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র-জনতার বিপ্লবে ফ্যসিবাদের পতনের পর দেশ গঠনে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা বন্ধ করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক না কেনো, হাজার হাজার ছাত্র-জনতার রক্তে রঞ্জিত জাতীয় ঐক্যে তারা ব্যর্থ হতে বাধ্য।

তিনি বলেন, তাড়াতাড়ি নির্বাচন হলে ষড়যন্ত্র টিকবে না। দির্ঘায়িত হলে ষড়যন্ত্র ডালপালা বিস্তার করবে।

তিনি আরও বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে সকলকে শপথ নিতে হবে দেশরক্ষার। যুদ্ধের মাধ্যমে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব কেউ বিপন্ন করতে পারবে না। যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অন্য কোনো দেশের ইশারায় ষড়যন্ত্র সহ্য করবে না।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত টিন বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ, সোলায়মান সরকার, আব্দুস শহীদ, আবু সিদ্দিক, হযরত আলী, আলী হোসেন, রফিকুল ইসলাম, শাহ মেম্বার, আবদুল মোমেন শাহীন, মো. শাজাহান মিয়া, আব্দুল মতিন, খলিলুর রহমান, ওয়াজেদ আলী মাস্টার, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ ছাত্র দলের আহ্বায়ক সারোয়ার হোসেন, তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, ওলামা দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়েদ উল্লাহ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামীম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেনার বাগদান সম্পন্ন

ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ইরান সতর্ক করলেও পাত্তা দেননি বাশার আল আসাদ

সাবেক ৫ এমপি ও তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দুদকের

লন্ডন থেকে ফিরে যা বললেন মির্জা ফখরুল

মা-বোন তুলে গালি দিলেই জরিমানা করবে যে গ্রাম

ওবায়দুল কাদের মারা গেছে দাবিটি মিথ্যা : রিউমর স্ক্যানার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে তিন মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ

বিয়ের ১২ বছর পূর্তিতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা

ময়মনসিংহে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

১০

আরএসএফের প্রতিবেদন / সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ

১১

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের শহরে ৭ শতাধিক সেনাসহ জেনারেল আটক

১২

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপকে ‘সর্বকালের সেরা’ বললেন রোনালদো

১৩

কনকনে শীতে কাবু কুড়িগ্রামের মানুষ

১৪

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার

১৫

আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতা

১৬

চিন্ময়ের আইনজীবীকে নিয়ম মেনে আসতে বললেন বিচারক

১৭

গাজীপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

১৮

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

১৯

গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি

২০
X