কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয় : মোস্তফা জামান

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোস্তফা জামান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোস্তফা জামান। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয় বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোস্তফা জামান।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে তুরাগের রাজাবাড়ি ঈদগাহ মাঠে শ্রমিক দল তুরাগ থানার ৫৪নং ওয়ার্ডের উদ্যোগে ‘সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের’ বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মোস্তফা জামান বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছিল, ২০২৪ সালে এসে তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

তিনি বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে তাদের লোকজন আমাদের দলের ভেতরে ঢুকে দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোনো অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। সন্ত্রাস-নৈরাজ্যের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে।

তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, আফাজ উদ্দিন আফাজ, মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, মহানগর উত্তর বিএনপির সদস্য আলী আকবর আলী, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও উত্তরা-পশ্চিম থানা বিএনপি নেতা মো. আবদুস ছালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, হাজী জহিরুল ইসলাম, মহিউদ্দিন সোহাগ (রাজা), মো. রিপন হাসান খন্দকার, আলী আহমেদ, মো. বিপ্লব, মো. চান মিয়া, উত্তরা-পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ।

এ ছাড়া তুরাগের ধউর-আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত নারায়ণ মন্দির পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তুরাগে সমাবেশ শেষে সন্ধ্যায় এই ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় মন্দিরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মোস্তফা জামানের সঙ্গে এ সময় মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে

রিমান্ড শেষে কামরুল ইসলাম ও সোলায়মান সেলিম কারাগারে

পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম / শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

আগামী নির্বাচনে ইভিএমে ভোট হবে না : বদিউল আলম

ঢাবিতে দেশের একমাত্র নন-ফিকশন বইমেলা ২৮ ডিসেম্বর শুরু

স্ত্রীকে উপহার দিতে পৌরসভার ‘লাভ চিহ্ন’ চুরি, অতঃপর...

বিশ্বমানের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম এখন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে

সীমান্তবর্তী নদীতে পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ

বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে ভারত : আলতাফ চৌধুরী

১০

সচিব নিবাসেও আগুন

১১

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ফখরুলের বিবৃতি

১২

‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণ অন্যতম সহায়ক শক্তি’

১৩

নিহত ৫ ফিলিস্তিনি সাংবাদিককে ‘জঙ্গি’ দাবি ইসরায়েলের

১৪

সচিবালয়ের পোড়া ভবন থেকে মিলল মৃত কুকুর

১৫

পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

১৬

বড়দিন উদযাপনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে সালাহ

১৭

ঢাকা কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ

১৮

জবিতে তৃতীয় দিনের মতো ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

১৯

কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির হুঁশিয়ারি এরদোয়ানের

২০
X