বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে জনগণ ব্যর্থ করে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান’ শীর্ষক এই সমাবেশ গাংগুটিয়া ইউনিয়নের হাতকুরা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ভারত সাম্প্রদায়িকতার ধুয়া তুলে বাংলাদেশে বিভাজন তৈরির চেষ্টা করছে, কিন্তু এতে কাজ হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। বরং ভারতের অহংকার, আগ্রাসন ও শোষণ নীতির কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে । ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৈমুর রহমান তুলা মিয়ার সভাপতিত্বে এবং আব্দুল হামিদ ও আনিসুর রহমান সোহাগের পরিচালনায় বক্তব্য দেন এমএ জলিল, খন্দকার আইয়ুব, আতিকুর রহমান মিলন, সাবিনা ইয়াসিন, ইবাদুল হক জাহিদ, আলতাব হোসেন আলতু, আনোয়ার কবির, আনিসুর রহমান, মোকলেসুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন