কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ এএম
অনলাইন সংস্করণ

দলের নাম ভাঙিয়ে অপকর্মকারীরা ‘দুর্বৃত্ত’ : শরীফ উদ্দিন জুয়েল

যুবদলের কর্মীসভায় বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
যুবদলের কর্মীসভায় বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

পরিবর্তিত পরিস্থিতিতে দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদের ‘দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, যুবদলে দুর্বৃত্তদের কোথাও স্থান হবে না।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবরের শেখেরটেক থানাধীন ১০০নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এই কর্মীসভা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে শরীফ উদ্দিন জুয়েল বলেন, আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে, যারা স্বৈরাচারী সরকারের হামলা-মামলার শিকার হয়েছে এবং ৫ আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি, আগামী দিনের নেতৃত্ব বাছাইয়ে তারা এগিয়ে থাকবে। আর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে, তারা হচ্ছে দুর্বৃত্ত। দুর্বৃত্তদের যুবদল ঢাকা মহানগর উত্তরে কোথাও স্থান হবে না।

আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী ব্যক্তিদের ‘জাতীয়তাবাদী সূর্যসৈনিক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বিভাজনে জড়ায় না, অপকর্মে লিপ্ত হয় না। জুয়েল অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের স্থান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে নেই; যারা অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিবে, তাদেরকে চিহ্নিত করে রাখা হবে।

তারেক রহমানকে ছাত্র-জনতার আন্দোলনের রূপকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার আন্দোলন হয়েছে। তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনকে একটি গণআন্দোলনে রূপান্তরিত করে ফ্যাসিস্ট, মাফিয়া, স্বৈরাচার সরকারের পতন ত্বরান্বিত করেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধ।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে, জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, সাম্য-মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। ৩১ দফা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তিনি যুবদল ঢাকা মহানগর উত্তর এর নেতা-কর্মীদের ৩১ দফা আত্মস্থ করতে এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি জনগণের দল; বিএনপির সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগ এর সৃষ্টি হয়, এমন কাজে যারা লিপ্ত হবে- যুবদল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার জন্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জুয়েল।

কর্মীসভায় নেতাকর্মীদের সাথে সেতুবন্ধন সৃষ্টি এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, আমাদের উদ্দেশ্য সময়োপযোগী করে সাংগঠনিক দক্ষতাসম্পন্ন কর্মী সৃষ্টি করা।

সভায় প্রধান বক্তার বক্তব্যে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, শৃঙ্খলা হলো দলের প্রধান শক্তি। দলে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা না। তিনি যুবদল ঢাকা মহানগর উত্তর এর নেতা-কর্মীদের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির দিকে না ঝুঁকতে নির্দেশনা প্রদান করেন।

অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে মিরাজ বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। তিনি চাঁদাবাজদেরকে দুর্বৃত্ত হিসেবে আখ্যায়িত করে বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে যুবদল ঢাকা মহানগর উত্তর কঠোর ব্যবস্থা নিবে, প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।

তিনি যুবদল ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত ১০০নং ওয়ার্ড এর নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহহ্বান জানান। একইসঙ্গে সবাইকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

১০০নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. রাছেল মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তফা গাজী দুদুর সঞ্চালনায় কর্মীসভায় আরও অংশগ্রহণ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাড়ে ১৫ বছর শাসনকারীরা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে’

‘১৫ বছরে চট্টগ্রামে যত উন্নয়ন হয়েছে এখন সব ক্ষতির কারণ’

বিমানের সিটের নিচে ২ কেজি সোনা

সিরিয়ায় আসাদপন্থিদের হামলায় ১৪ নিরাপত্তাকর্মী নিহত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯৬ মামলা

আ.লীগ লাশের ওপর নৃত্য করে ইতিহাস তৈরি করেছে : ড. রেজাউল করিম

ব্যর্থতার দায় আমাদেরও আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব সিনেমা হলে দেখা যাবে জয়ার ‘নকশীকাঁথার জমিন’

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না হলে রাজপথে আন্দোলন হবে : ১২ দলীয় জোট

১০

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১১

ফায়ারফাইটার নয়নের জানাজা সম্পন্ন

১২

জামায়াত-শিবিরকে পুরোনো শকুন বলা অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামায়াত

১৩

বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অজি ব্যাটারদের দাপট

১৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

১৫

‘জালিয়াতি করে’ ১৫০০ একর জমির মালিক আ.লীগ নেতা

১৬

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় আবার বাড়ল

১৭

ফায়ারফাইটার নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ট্যাটাস

১৮

শেষ মুহূর্তে আল্লাহর নাম নিচ্ছিলেন কাজাখস্তানে বিধ্বস্ত বিমানের যাত্রীরা (ভিডিও)

১৯

অল্প শাস্তিতেই পার পেলেন কোহলি

২০
X