বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ খালাস পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) নবীনগর পৌর এলাকা ও ২১টি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পুর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যেসব মাদ্রাসা-এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো- আলিয়াবাদ জাহেরা খাতুন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কনিকাড়া মিছবাহুল উলুম জাব্বারিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও আবুল বাশার এতিমখানা, শিবপুর দারুল উলুম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, বিটঘর আব্দুল জাব্বার হাবিবি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, টিয়ারা আল কোবাহ মাদ্রাসা ও এতিমখানা, কাইতলা নেদায়ে ইসলাম মাদ্রাসা কমপ্লেক্স, নারুই দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, নাটঘর ইউনিয়নের চড়িলাম ভান্ডুসার শান্তিপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, রছুল্লাবাদ পূর্বপাড়া জামিয়া ইসলামিয়া খালেকিয়া মাদ্রাসা, শাহপুর এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, বড়াইলের জালশুকা দক্ষিণপাড়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কৃষ্ণনগরের হাজীরহাটি আলী আহাম্মদ খান দারুল ইহসান মাদ্রাসা, শ্রীরামপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গাউসিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বিদ্যাকুট ইসলামিয়া হাফেজিয়া নাজেরিয়া মাদ্রাসা ও এতিমখানা, সলিমগঞ্জ খানকাহ মাদ্রাসা ও এতিমখানা, বীরগাঁও ইউনিয়নের কেদেরখলা কওমি মহিলা মাদ্রাসা।
এসব দোয়া মাহফিলে নবীনগর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন বলে জানান রাজীব আহসান চৌধুরী পাপ্পু।
মন্তব্য করুন