বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় হাইকমিশনারের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। প্রায় সোয়া ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এমজেড জাহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের হাইকমিশনার ম্যাডামের সঙ্গে কুশল বিনিময় করেন। উনার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।’
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ২৫ নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে ‘ফিরোজা’য় এসেছিলেন।
এর আগে গত ২৩ আগস্ট বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন দেশটির হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।
এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আলোচনায় এসেছে। এছাড়া স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এবং পারিপার্শ্বিক সুসম্পর্ক, শ্রদ্ধা ও সম্মান রেখে একে-অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
মন্তব্য করুন