বিএনপি আগামীতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদেরই সন্তান। সঠিকভাবে তাদের পরিচর্যা করা হলে তারা আমাদের সাথেই স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। সুতরাং অটিস্টিক এ শিশুদের পাশে দাঁড়ানোর দায়িত্ব রয়েছে আমাদের সবার।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর মাজেদুল ইসলাম মডেল হাইস্কুল অডিটোরিয়ামে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক সেমিনারে আমিনুল হক এসব কথা বলেন। মিরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদয়ালয় ও ওয়ার্ল্ড এগেইন্টস ডিজএবেলিটি ইনিশিয়েটিভ-বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আমিনুল হক আরও বলেন, অটিস্টিক শিশুদের প্রত্যেক অভিভাবকের যে চাওয়া-পাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে- কীভাবে তাদের জন্য আরও সুন্দর জীবন-যাপনের ব্যবস্থা করা যায়, কীভাবে তাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া যায়, অভিভাবকদের এই চিন্তা-ধারণায় আমাদের যা যা করণীয় আছে, সবই আমরা করব।
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, অটিস্টিক এই সন্তানদের শুধু আজকের এই একদিনের সেমিনার ও মতবিনিময় সভার মধ্যে যেন আমরা সীমাবদ্ধ না রাখি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এই সন্তানদের জন্য অভিভাবকদের সাথে নিয়ে আরও নতুন কিছু করা যায় কি না- সেটা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হতে পারে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও হতে পারে- সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। যাতে করে আমরা এই সন্তানদের পাশে রেখে কাজ শুরু করতে পারি। মিরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অধ্যক্ষ মাসুদ লস্করের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মোছা. মুসলিমা ও সরকারি বাঙলা কলেজের ছাত্রী সৈয়দা আসমাউল জান্নাত জুঁইয়ের যৌথ সঞ্চালনায় সেমিনারে আলোচনায় আরও অংশ নেন- পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাইস্কুল (এম আই) এর প্রধান শিক্ষক মো. শহিদ উল্লাহ, ওয়ার্ল্ড এগেইন্টস ডিজএভেলিটি ইনিশিয়েটিভ এ আর রাফসান, মারুফা একাডেমির প্রতিষ্ঠাতা শরীফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অটিস্টিক শিশুরা বিভিন্ন ধরনের গান ও ছড়া শুনান এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষণীয় মূল্যবান মতামত তুলে ধরেন।
এ সময় বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, উত্তরের সদস্য সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, আব্দুর রহমান, বনানী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন নূর, পল্লবী থানা মহিলা দলের সভাপতি লাকী রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন