বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করেন না। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতার জন্য মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করেছিল, সে জন্য আল্লাহ তাদের পরিণতিও শোচনীয় করেছেন।
সোমবার (২ ডিসেম্বর) রাতে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর আইনুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামাল উদ্দীনসহ অন্যান্য ওলামায়ে কেরাম।
এসময় এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদ ও নিয়ন্ত্রণমুক্ত পরিবেশে রাজনীতি, ধর্মীয়, সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আওয়ামী আমলে বিশেষ করে- ইসলামী আচার অনুষ্ঠান, সংস্কৃতি চর্চার স্বাধীনতা অবারিত ছিল না। ইসলামী সম্মেলন বা ওয়াজ মাহফিলের মতো অনুষ্ঠান আয়োজনেও আলেম-ওলামাদের হেনস্তার শিকার হতে হয়েছে। এমনকি ইসলামি চিন্তাবিদদের বয়ানের স্বাধীনতাও ছিল না।
তিনি বলেন, বিএনপি ধর্ম-কর্মের স্বাধীনতায় ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপি মনে করে, ধর্মীয় মূল্যবোধ বজায় থাকলে সমাজে অনৈতিকতার পরিবর্তে নীতি-নৈতিকতা, শৃঙ্খলা, পরিশুদ্ধতা বজায় থাকবে।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, পতিত ফ্যসিস্ট ও তাদের দোসর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে। তিনি ধর্মপ্রাণ মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি ধৈর্য সহকারে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রেখে সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করার আহ্বান জানান।
তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবার দোয়া কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, বিএনপি নেতা আবদুস শহীদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আউয়াল, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ প্রমুখ।
মন্তব্য করুন