বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ায় জামালপুরে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।
রোববার (১ ডিসেম্বর) রাতে মিছিলটি জামালপুর শহরের বটতলা এলাকা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান।
বিএনপি নেতা সৈয়দ শওকত জামানের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা ইকরামুল হোসেন মানিকের সঞ্চালনায় মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান, শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ইলি, শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও ছাত্রদল নেতা জিসান মাহমুদ প্রমুখ।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হয়েছিল। অন্যায়ভাবে তাকে সাজা দেয়া হয়েছিল। রোববার হাইকোর্টের রায়ে সেটা প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, হাইকোর্টে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাকে এ মামলায় জড়িয়েছিলেন বলে দাবি করেন জামালপুর জেলা যুবদলের এই সদস্য সচিব।
আনন্দ মিছিলে জেলা যুবদলের নেতারা ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন