২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় বিবৃতি দিয়েছে বিএনপির মিডিয়া সেল। সেলের সদস্য শায়রুল কবির খান রোববারের (১ ডিসেম্বর) এ সংক্রান্ত এক বিবৃতি পাঠান।
এতে স্বস্তি প্রকাশ করে বলা হয়, বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার মাধ্যমে প্রমাণিত হলো যে, বিচার ব্যবস্থা যখন পক্ষপাতহীন ও প্রভাবমুক্ত থাকে তখন স্বাভাবিক নিয়মেই সত্য অসত্যের ওপরে প্রতিষ্ঠিত হয়।
আরও বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে অন্যায় ও উদ্দেশ্য প্রণোদিতভাবে শাস্তি প্রদানের মাধ্যমে বিচার বিভাগের ওপর নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, আজ উচ্চ আদালতের রায়ে তাকে বেকসুর খালাস প্রদানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো বিলম্বিত হলেও সত্যের বিজয় অনিবার্য এবং এই যুগান্তকারী রায়ের মাধ্যমে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিচার বিভাগ আবারও স্বমহিমায় প্রতিষ্ঠিত হবার এক অসাধারণ উদাহরণের জন্ম হলো। সব প্রভাবের উর্ধ্বে থেকে বিচার বিভাগ জনগণের ভরসা স্থল হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, মুক্ত বাংলাদেশে এটাই সর্বজনীন প্রত্যাশা।
মন্তব্য করুন