কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে : জুয়েল

বক্তব্য রাখছেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টকে চাই না। ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে। সকল গুম ও খুনের বিচার করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে ভয়-ভীতি থাকবে না। সবার কথা শোনা হবে। ছেলে-মেয়েদের দেশ ত্যাগের তাড়না থাকবে না। আগামীর বাংলাদেশ হবে এমন গর্বের দেশ।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন মাঠে থানা যুবদলের সাংগঠনিক ওয়ার্ডের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিল, আগামীতে যুবদলে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানান শরীফ উদ্দিন জুয়েল। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যুবদল ঢাকা মহানগর উত্তর এর প্রতিটা ইউনিট কমিটিতে শুধু তাদেরই স্থান হবে।

তিনি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তর-এ কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে 'আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা' হিসেবে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এই ৩১ দফা।

তিনি বলেন, মানুষ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে- ৩১ দফা হচ্ছে তার রূপরেখা।

তিনি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই।

জুয়েল আশাবাদ ব্যক্ত করেন, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে- এই নীতি মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে।

বিএনপিকে জনগণের দল ও জনকল্যাণমুখী দল হিসেবে উল্লেখ করে যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদেরকে জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জুয়েল বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কোনো কাজ করা যাবে না। এমন কাজে যুবদল ঢাকা মহানগর উত্তর এর কোনো নেতাকর্মী যদি যুক্ত হয়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান বক্তার বক্তব্যে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যুবদলে ভেদাভেদের কোনো জায়গা নেই। তিনি যুবদল ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত বিমানবন্দর থানা যুবদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মিরাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, দলে অনুপ্রবেশকারীদের কোনো স্থান হবে না। কেউ যদি অনুপ্রবেশকারীদের স্থান দেওয়ার চেষ্টা করে, তাহলে যুবদল ঢাকা মহানগর উত্তর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।

তিনি দেশের সাম্প্রতিক অস্থিতিশীল অবস্থার কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তর-এ কোনো ভাই এর রাজনীতি চলবে না। আমাদের ভাই একজন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাজ্জাদুল মিরাজ দখলবাজ, লুটপাটকারীদের হুঁশিয়ার করে বলেন, যুবদলে কখনো দুষ্কৃতকারীদের জায়গা হবে না।

বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক এম আলমগীর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত-সারজিসের হত্যাচেষ্টা নিয়ে জামায়াত আমীরের ফেসবুক স্ট্যাটাস

রাজধানীতে প্রায় এক কেজি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

পর্তুগাল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের জমকালো উদ্বোধন

সাকিবরা আইপিএলে দল না পাওয়ায় ফাহিমের ‘দুখ’

পাকিস্তানের সামনে বাংলাদেশ

আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ ও মশাল মিছিল

ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে : জুয়েল

ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল হত্যার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ

বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের ষড়যন্ত্র চলছে: আজাদ

১০

‘প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন’

১১

হত্যাচেষ্টার পর হাসনাত-সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১২

যে কারণে মিরপুর থেকে সরে গেল এনসিএল

১৩

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

১৪

জন্মস্থান সৈয়দপুর যাচ্ছেন বেবী নাজনীন

১৫

কাউকে আর রাষ্ট্র নিয়ে খেলা করতে দেওয়া হবে না : জেএসডি 

১৬

ফেসবুক লাইভে দুর্ঘটনার বর্ণনা দিলেন রাফি

১৭

আন্দোলনে নিহত শ্রমিক দল নেতার মরদেহ কবর থেকে উত্তোলন

১৮

কাবাডি বিতর্কের মূলে ‘৮ কোটি’!

১৯

আ.লীগের ‘গুজব সন্ত্রাসের’ বিরুদ্ধে মানববন্ধন

২০
X