প্রথমবারের মতো চীন সরকারের আমন্ত্রণে সাত দিনের সফরে দেশটিতে গেছেন জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের প্রতিনিধিরা।
বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টার সময় চীনা বিমান সংস্থার একটি ফ্লাইটে ১৪ সদস্যের প্রতিনিধি দল চীনের উদ্দেশে রওয়ানা দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
এ সফরে আরও রয়েছেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরেফিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা আবু জাফর কাসেমী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার ও হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার কালবেলাকে বলেন, চীন সরকারের আমন্ত্রণে তাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। যার নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এই প্রতিনিধি দলের বাইরে কয়েকটি ইসলামি দলের নেতাও সফরে রয়েছেন। প্রতিনিধি দলের সদস্যরা যাওয়া এবং আসা দুই দিন বাদে মোট ৫ দিন চীনে অবস্থান করবেন। এরপর তারা বাংলাদেশে ফিরবেন।
জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বুধবার রাতে কালবেলাকে বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা দেশটিতে সফরে গেছেন। সফরকালে চীনের জিনজিয়াং প্রদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যাবেন এবং দেশটির শীর্ষ কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
প্রসঙ্গত, চীন সরকারের আমন্ত্রণে সম্প্রতি এক সপ্তাহের সফর শেষে গত ১৬ নভেম্বর দেশে ফিরেছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।
মন্তব্য করুন