বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে মতবিনিময় সভা করে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন ওই কলেজে এই কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ বিভিন্ন খেলার সরঞ্জমাদি উপহার দেওয়া হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এইচএম আবু জাফর বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কী কী করতে পারে তার সংক্ষিপ্ত ধারণা এবং বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, একটি আধুনিক, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে তার প্রতিফলন দেশবাসী প্রত্যক্ষ করবে।
মন্তব্য করুন