ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি গত ১৭ বছর অনেক চড়াই-উৎরাই পার করে এসেছে। পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা মোকাবিলা করে রাজপথে ছিলো। নেতাকর্মীরা মৃত্যুকে জয় করতে শিখেছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আজকে দেশে বাক স্বাধীনতা ফিরে এলেও পতিত স্বৈরাচারের দোসররা বসে নেই। ষড়যন্ত্রকারীরা যদি মনে করে, বিএনপি খুশিতে আত্মহারা হয়ে ঝিমিয়ে পড়েছে- তাহলে ভুল করবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র-চক্রান্ত নস্যাৎ করতে বিএনপি সজাগ রয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকের বিআরপি মাঠে ৯৫নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, আওয়ামী লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই গণতন্ত্র ধ্বংসের জন্য যেকোনো অপকর্ম করতে তারা দ্বিধাবোধও করে না। তাই পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, যদি কেউ আওয়ামী প্রেতাত্মাদের কোনো সুযোগ করে দেয় কিংবা দেওয়ার চেষ্টা করে, যুবদল ঢাকা মহানগর উত্তর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
জুয়েল যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা আত্মস্থ করতে এবং জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যও নির্দেশনা দেন।
কর্মীসভায় সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
৯৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শরিফ আহমেদ বিল্লালের সভাপতিত্বে এবং সদস্য সচিব হানিফ মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, ভাষানটেক থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন বাচ্চু, সদস্য সচিব খন্দকার শাকিল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সরদার, আব্বাস উদ্দিন খোকন প্রমুখ।
মন্তব্য করুন