বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বঞ্চিত’ ক্রীড়া সংগঠকদের মাঠে ফেরাতে চায় বিএনপি : আমিনুল হক

চাঁদপুর জেলা স্টেডিয়ামে মিরপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
চাঁদপুর জেলা স্টেডিয়ামে মিরপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত ‘ফ্যাসিবাদী’ আওয়ামী সরকারের বিগত দেড় দশকের শাসনামলে দলীয়করণে ক্রীড়াঙ্গনের যেসব ভালো সংগঠক বঞ্চিত হয়েছেন, বিএনপি তাদের আবার মাঠে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে মিরপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আমিনুল হক বলেন, গত দেড় দশক ধরে আওয়ামী স্বৈরাচার সরকারের দলীয়করণে ক্রীড়াঙ্গনের যে সকল ভালো ক্রীড়া সংগঠক বঞ্চিত হয়েছেন; যারা মাঠে ছিলেন, কিন্তু মাঠে থেকেও হারিয়ে গেছেন- আমরা সেসব বঞ্চিত ভালো ক্রীড়া সংগঠকদেরকে আবার মাঠে ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার যেটা করেছে, বিএনপি তার উল্টোটা করতে চায়। আমরা কখনো ক্রীড়াঙ্গনে দলীয়করণ-রাজনীতিকরণ করব না, করতেও চাই না। আমরা এই বিষয়ে সকলের কাছে ওয়াদাবদ্ধ।

আওয়ামী সরকারের গত দেড় দশকের দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপি নেতা আমিনুল হক বলেন, হাসিনা সরকারের শাসনামলে আমরা কখনো উন্মুক্তভাবে কোনো খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চা করতে পারিনি। কোনো রাজনৈতিক কর্মসূচি ঠিকমতো পালন করতে পারিনি। ওই সময়টাতে আমরা কঠিন সময় অতিবাহিত করেছি। আজকে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আওয়ামী সরকার তাদের শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণ করে ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই ধ্বংসপ্রাপ্ত ক্রীড়াঙ্গনকে টেনে তোলার জন্য কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে দিয়েছি। বিভাগীয় পর্যায়ে এই খেলাগুলো চলছে। এই দুটি টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমরা বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করব। এভাবে পর্যায়ক্রমে আমরা খেলাগুলো জেলা-উপজেলা পর্যায় এমনকি ইউনিয়ন লেভেল পর্যন্ত নিয়ে যাবো। পাশাপাশি আমাদের দেশের জনপ্রিয় অন্য যে খেলাগুলো রয়েছে, সেই খেলাগুলোকেও আমরা একেবারে দেশের তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাই। এই খেলার মাধ্যমে দেশের তৃণমূল লেভেল থেকে অনেক ভালো ও প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে; যারা একসময় দেশের পক্ষেও খেলতে পারবে।

খেলা উদ্বোধন করেন বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে আগুন

টঙ্গীতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় হেফাজতের বিবৃতি

সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই : ইসকন বাংলাদেশ

দুই মিনিটেই কোটিপতি হলেন কিশোর

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি

ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাতে সজাগ রয়েছে বিএনপি : শরীফ উদ্দিন জুয়েল

সন্তানের মুখ দেখে যেতে পারলেন না অ্যাডভোকেট সাইফুল

কাগজ-কলমে ৬৪ শিক্ষার্থী, স্কুলে যায় না কেউ

‘বঞ্চিত’ ক্রীড়া সংগঠকদের মাঠে ফেরাতে চায় বিএনপি : আমিনুল হক

১০

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৭৫ সদস্য

১১

ববির নতুন ট্রেজারার মোস্তফা কামাল

১২

পাকিস্তানে রাতে ভয়াবহ সংঘাতের আশঙ্কা, অনড় দুপক্ষ

১৩

একগুচ্ছ প্রস্তাব ঐক্য পরিষদের

১৪

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

পাকিস্তানে দিনভর সংঘর্ষ / ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা

১৬

বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট : প্রিন্স

১৭

স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও নির্মাণে জিওপলিমারের ব্যবহার কমাবে কার্বন নিঃসরণ

১৮

দুই সন্তানকে হত্যার দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড

১৯

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা বহিষ্কার

২০
X