ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণ পছন্দ করে না। এমন কোনো কাজ করা যাবে না। এক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকে তাদের মন জয় করতে হবে। এটিই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের পশ্চিম রাজাবাজারে শেরেবাংলা নগর থানাধীন ৯৯ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীফ উদ্দীন জুয়েল বলেন, স্বৈরাচারের পতন হলেও তার দোসররা এখনো প্রশাসনসহ বিভিন্ন জায়গায় বসে আছে। অন্তর্বর্তী সরকার ও দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শহীদ জিয়ার সৈনিকরা, বেগম খালেদা জিয়ার সৈনিকরা, তারেক রহমানের সৈনিকরা আদর্শের জায়গায় কখনো ছাড় দেয় না, বিভাজনে জড়ায় না। যারা বিভাজনের রাজনীতি করবে- যুবদল ঢাকা মহানগর উত্তর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে। আমাদের মনে রাখতে হবে, বিভাজন না করলে দল লাভবান হবে, দল লাভবান হলে দেশ উপকৃত হবে।
যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করে জুয়েল বলেন, ব্যানার-ফেস্টুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যতিত আর কারো ছবি ব্যবহার করা যাবে না। আওয়ামী লীগ কিংবা আওয়ামী দোসরদের কেউ যেন যুবদল ঢাকা মহানগর উত্তর এর কোনো পর্যায়ে অনুপ্রবেশ না করতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।
শরীফউদ্দীন জুয়েল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের রূপকার তারেক রহমান ইতোমধ্যে ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি তারেক রহমান এর নির্দেশনা তুলে ধরে বলেন, ‘আমরা প্রতিশোধ এর রাজনীতি করবো না। যদি কেউ চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি করে- তাদেরকে দুর্বৃত্ত হিসেবে চিহ্নিত করা হবে’। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক তার বক্তব্যে চাঁদাবাজ, টেন্ডারবাজদের হুঁশিয়ার করে দেন।
তিনি মহাখালীতে আজ ট্রেনে আক্রমণকারীদের দুর্বৃত্ত হিসেবে আখ্যায়িত করে বলেন, হাসিনার দোসররা এখনো সক্রিয়। যুবদল ঢাকা মহানগর উত্তর এর প্রতিটা নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জুয়েল। সভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, দেশে-বিদেশে এখনো বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার সরকার সতের বছরে আমাদের ষাট লক্ষ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সরকারের শত অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা উপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়ে গেছি।
মিরাজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের সকলকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
জানা গেছে, কর্মিসভায় নেতাকর্মীদের মাঝে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। একই সাথে অবিলম্বে দ্রুত নির্বাচনের জন্য রাজপথে থাকার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
৯৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, শেরেবাংলা নগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি সালামত হাসান সজিব প্রমুখ।
মন্তব্য করুন