১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে চায়। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না।
শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বরগুনা ফোরাম’ আয়োজিত প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।
লায়ন ফারুক রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের বরগুনাতে রাস্তা-ঘাট নির্মাণে তারা অর্ধেক টাকা পকেটে ঢুকিয়েছে, আর অর্ধেক টাকার কাজ করেছে। এমনটি যেন আর না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আধুনিক বরগুনা গড়ে তুলতে হবে।
এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা বরগুনাসহ বরিশাল বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে বেকারত্ব দূর করতে চাই, যেন চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়।
প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। এ ছাড়া আরও বক্তব্য রাখেন- বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ, ইসলামী ছাত্র শিবির বরগুনা জেলার সভাপতি সুমন আব্দুল্লাহ প্রমুখ। এতে বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামসহ আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন