কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক শক্তি : মঈন খান

জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : কালবেলা

আওয়ামী লীগকে ‘পলায়নপর রাজনৈতিক শক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ’৭১-এর ২৫ মার্চের মতো গত ৫ আগস্টও কাপুরুষের মতো পালিয়ে গেছে তারা।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর শাহ আলী মাজারের সামনে জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঈন খান এ কথা বলেন। তিনি বলেন, ২৫ মার্চ যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন স্বাধীনতার শক্তি দাবিদার আওয়ামী লীগ জনগণকে বিপদে ফেলে ভারত পাড়ি দিয়েছিলেন। তখন দেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। শুধু তাই নয়, সম্মুখ যুদ্ধও করেছিলেন। আওয়ামী লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলার কোনো অধিকার আওয়ামী লীগের নেই। যেমনটা ’৭১-এর ২৫ মার্চের মতো গত ৫ আগস্টও কাপুরুষের মতো পালিয়ে গেছে তারা। মঈন খান আরও বলেন, ’৭১-এর ইতিহাস, ’৭৫-এর ৭ নভেম্বরের ইতিহাস, নব্বইয়ের ইতিহাস এবং জুলাই বিপ্লবের ইতিহাস একসূত্রে গাঁথা। সেই সূত্রটি হচ্ছে, গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার। এটি চাওয়া কি জনগণের অপরাধ? যে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, ’৭২ থেকে ’৭৫ সালে এই আওয়ামী লীগ সেই গণতন্ত্রের কবর রচনা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল।

এ ছাড়া তিনি বলেন, আজ সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। বিগত ১৬ বছর কোমলমতি শিশুদের আওয়ামী বাকশালী ট্যাবলেট খাওয়ানো হয়েছে। বইয়ের সিলেবাস পরিবর্তন করে মিথ্যা ইতিহাস পড়ানো হয়েছে। কিন্তু কোনো কাজে লাগেনি। ৫ আগস্ট নতুন প্রজন্মকে টিয়া পাখির মতো শেখানো ইতিহাস উপড়ে ফেলে এই নতুন প্রজন্ম এবং ছাত্র-জনতা দেশে সত্যিকারের ইতিহাস উদিত করেছে। তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে আওয়ামী লীগ বিপথগামী করতে পারেনি। তাই ৫ আগস্ট দেশে সফল বিপ্লব সংঘটিত হয়েছে। দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। তারা অন্যায়- অত্যাচার ও হামলা-মামলা সমর্থন করে না। পাশাপাশি তিনি বলেন, বিগত ২০-২২ বছর যারা নতুন ভোটার হয়েছে, তারা ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে প্রস্তুত করেছেন। বিএনপি বিশ্বাস করে, দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, মানুষ তার কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাবে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বঙ্গবন্ধু টানেলে যেসব সুফল ভোগ করার কথা, তার কিছুই হয়নি’

ইংল্যান্ডের জয়, ইসরায়েলে থমকাল ফ্রান্স

প্রত্যাশার পারদ উঁচুতে রাখছেন কাবরেরা

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই গ্রেপ্তার

ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে প্রফেশনাল মাস্টার্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

‘দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐকমত্যের বিকল্প নেই’

বিএনপির সভায় যাওয়ার পথে বোমা হামলায় আহত প্রবাসীর মৃত্যু

ইঞ্জিনিয়ার মানস মিত্রের মৃত্যুতে ঐক্য পরিষদের শোক

আখাউড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না : লায়ন ফারুক 

১০

ছাত্র-জনতার আন্দোলনের পটভূমিতে ‘শরীর ও মানচিত্র’ প্রদর্শনী  

১১

তওবা করে মাদক ছাড়ার শপথ নিলেন তারা

১২

বাকৃবিতে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

১৩

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে : সাকি

১৪

ছায়ানটের শ্রোতার আসরে রাগসঙ্গীত

১৫

ভেঙে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপির সব কমিটি

১৬

বিপ্লবকে নস্যাৎ করতে এখনো তৎপর আ.লীগ : অ্যাডভোকেট সালাম

১৭

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

১৮

জানা গেল বিএসসির দুই জাহাজে অগ্নিকাণ্ডের কারণ

১৯

‘শহীদ’ শরিফ উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান

২০
X