কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা
ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা

কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা মহানগরীর একটি কনভেনশন হলে এ আয়োজন করা হয়।

কুমিল্লা মহানগর শাখার সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে ও হাসান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হিফজুর রহমান। এ ছাড়াও মহানগরের বিভিন্ন স্তরের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশসহ গোটা বিশ্ব এক গভীর সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মানবতা আজ দিশাহারা। এ পরিস্থিতিতে একমাত্র রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ ও তার জীবনপন্থা অনুসরণ করাই মুক্তির একমাত্র পথ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসুল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।’ রাসুলুল্লাহ (সা.) এর জীবন যেমন ব্যক্তিগত উন্নতির জন্য অনুপ্রেরণা তেমনি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য মডেল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রাসুল (সা.)-এর আদর্শকে সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়ন করা। তার দৃষ্টান্ত অনুসরণের মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ একটি জাতি গঠন করতে পারি। রাসুল (সা.) তার জীবন দিয়ে মানবতার জন্য যে বিপ্লবী পরিবর্তন এনেছেন, তা ইতিহাসের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। তার শিক্ষা শুধু ধর্মীয় নয়, বরং মানবতার কল্যাণের জন্য একটি পূর্ণাঙ্গ দিশা।

আমাদের উচিত তরুণ প্রজন্মকে তার জীবনাদর্শ সম্পর্কে জানানো এবং সে অনুযায়ী তাদের গড়ে তোলা। রাসুলুল্লাহ (সা.) এর কর্মপন্থা কেবল মুসলিম সমাজের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য কল্যাণকর। আমরা যদি তার শিক্ষা যথাযথভাবে অনুসরণ করতে পারি, তবে তা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে তিনটি গ্রুপ ক, খ এবং গ এর বিজয়ী ৩০ জনকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থিয়েটারের বর্ষপূর্তি উৎসব বক্তারা / নতুন শিল্পীদের নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি

আ.লীগ হচ্ছে পলায়নপর রাজনৈতিক শক্তি : মঈন খান

ছাত্রদলের হামলায় ছাত্র ইউনিয়নের সম্মেলন পণ্ড

জবি দ্বিতীয় ক্যাম্পাসের দুর্নীতি তদন্তসহ শ্বেতপত্র প্রকাশের দাবি শিবিরের

তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সম্পর্কোন্নয়নে দিল্লির নীতির পরিবর্তন চান আমীর খসরু

মোটা চাল চিকন করে ব্র্যান্ডের নামে বিক্রি

যে দেশে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিন আকাশও নীরব থাকে

আইপিএলের মেগা নিলামের শর্টলিস্টে ১২ বাংলাদেশি

কারাগারে হাফেজ হলেন ১৩ হাজার বন্দি

১০

মৃত্যুদণ্ডাদেশের ২১ বছর পর আসামি গ্রেপ্তার

১১

নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

১২

শিক্ষার্থীদের চাকরির যোগ্য হিসেবে গড়ার তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

১৩

টেস্ট ড্রাইভের নামে দামি মোটরসাইকেল নিয়ে চম্পট, অবশেষে ধরা 

১৪

‘আ.লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও তরুণদের বিপথগামী করতে পারেনি’

১৫

ভিসা দিচ্ছে না ভারত, ঢাকায় ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের দাবি

১৬

রাজনৈতিক কিছু শক্তি তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে

১৭

‘আ.লীগকে আর কখনো দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না’

১৮

সিডরের ১৭ বছর পরেও সুরক্ষিত হয়নি পাথরঘাটার বেড়িবাঁধ 

১৯

গুম-অপহরণে জড়িতদের বিচার করা কঠিন : আসিফ নজরুল

২০
X