কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফার ব্যাপক প্রচারে ‘ভিডিও ক্লিপ’ উদ্বোধন

রাজধানীর গুলশানে একটি হোটেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে ৩১ দফার ভিডিও ক্লিপ উদ্বোধন করা হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে একটি হোটেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে ৩১ দফার ভিডিও ক্লিপ উদ্বোধন করা হয়। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সামনে রেখে দলের পূর্বঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফাকে ব্যাপক পরিসরে মানুষের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চাওয়া, আগামীতে হাঁটে-ঘাটে-মাঠে সর্বত্রই ৩১ দফা আলোচিত হবে। ব্যাপক প্রচারণার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার একটি ‘ভিডিও ক্লিপ’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে এই ভিডিও ক্লিপ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ৩১ দফার ‘ভিডিও ক্লিপ’ উদ্বোধন করেন এবং এর ওপর মূল বক্তব্য রাখেন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. সারোয়ার হোসেন, ডা. মো আহসানুল কবির, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. এম এম নাসিমুজ্জামান, ডা. সিরাজুল ইসলাম সোহেল; সাবেক সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, ডা. মুহম্মদ জহুরুল হক, ডা. মো. জহিরল ইসলাম, ডা. মাহবুবুল ইসলাম জনি, ডা. মো সামিউর রহমান; সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. মিজানুল হাসেম শাহীন, সাবেক সিনিয়র সহসভাপতি ডা. মো. টিপু সুলতান, সাবেক সহসভাপতি ডা. মীর সুফিয়ান জনসহ অন্যরা।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রথম থেকে ৩২তম ব্যাচ পর্যন্ত জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কলেজের ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম, ২০তম, ২১তম এবং ২২তম ব্যাচ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলন শুরুর পর আন্দোলনরত সমমনা দলগুলোর সঙ্গে আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে ৩১ দফা প্রণয়ন করে বিএনপি। যেটা গত বছরের ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দলটি।

বিএনপি নেতারা বলছেন, এই ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন-তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়। গত বছর এই রূপরেখা ঘোষণা করা হলেও এটি জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরা যায়নি। এ জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নসহ উপযুক্ত পরিবেশ না থাকার কথা বলছে বিএনপি। ফলে ৩১ দফা সম্পর্কে মানুষের ধারণাও স্পষ্ট নয়।

এমন অবস্থায় ৩১ দফা নিয়ে আগামী ১৪ নভেম্বর রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপির পক্ষ থেকে এক সেমিনারের আয়োজন করা হবে। সেখানে যুগপৎ আন্দোলন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলের নেতারাসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে ৩১ দফা রূপরেখাকে আবারও আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এটি পুনরায় ঘোষণা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

যুবদল নেতা আক্তার বহিষ্কার

ছাত্র-জনতার অর্জিত বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র চলছে : জুয়েল

ব্যালন ডি’অর নিয়ে রোনালদোর মন্তব্যে রদ্রির ক্ষোভ

জকসু’র নীতিমালা অনুমোদন, শিগগিরই ঘোষণা হবে নির্বাচনী রোডম্যাপ : জবি উপাচার্য 

খুলনায় ছাত্রদের দুপক্ষের সংঘর্ষের অভিযোগ, আহত ১৫

শহীদ ওয়াসিমের নামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ভিন্ন ভূমিকায় ফিরলেন ছোটন

অযোগ্যদের কারণে বিএমডিসি রেজিস্ট্রেশন বঞ্চিত ডেন্টাল টেকনোলোজিস্টরা : নুর

আমেরিকায় আর্চারির রোমান-দিয়া জুটি

১০

এবার পায়ের রগ কেটে শ্রমিক দলের সভাপতিকে হত্যা

১১

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে লাল কার্ড দেখাল পদবঞ্চিতরা

১২

ঢাবি সিন্ডিকেটে ডাকসু নিয়ে আলোচনা না করার দাবিতে ছাত্রদলের হট্টগোল

১৩

জাতি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় : গয়েশ্বর

১৪

‘ছাত্ররা এগিয়ে গেলে, দেশ এগিয়ে যাবে’

১৫

নবম-দশমের ‘বাংলা সাহিত্য’ বইয়ের প্রচ্ছদে আবু সাঈদের ছবির দাবি ভুয়া

১৬

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন ফারুক হাসান

১৭

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

১৮

বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন

১৯

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তদন্তের মুখে শুভমান গিলসহ চার ক্রিকেটার

২০
X